Mahindra XUV700 Price Cut: মূল্যবৃদ্ধির বাজারে বিশাল স্বস্তি, গাড়ির দাম 70 হাজার টাকা কমিয়ে চমকে দিল Mahindra | Mahindra XUV700 Features

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ১ এপ্রিল থেকে গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি, টাটা মোটরস, ও হুন্ডাই। সেই জায়গায় দাঁড়িয়ে গাড়ির দাম কমিয়ে চমকে দিল মাহিন্দ্রা। একধাক্কায় প্রচুর সস্তা হল Mahindra XUV700। কোম্পানির এই ঝাঁ চকচকে SUV এর দাম কমে গেল ৭৫ হাজার টাকা। বাজারের এই গাড়ির ৬টি ভ্যারিয়েন্ট রয়েছে। মূলত পারিবারিক গাড়ি হিসেবে খ্যাত XUV700।

সাত আসনের এই এসইউভি-র পেট্রল ও ডিজেল উভয় মডেলের দামই কমিয়েছে কোম্পানিটি। XUV700 এর AX7 এবং AX7 L ভ্যারিয়েন্টের দাম কমেছে ৭৫ হাজার টাকা পর্যন্ত। যেখানে পেট্রল অটোমেটিক ও ডিজেল অটোমেটিক মডেলের দাম কমেছে ৪৫ হাজার টাকা। এবং AX7 S মডেলটি ৭৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়েছে।

READ MORE:  যেমন মাইলেজ, তেমন লুকস, ফেব্রুয়ারিতে বাজারে আসছে তিনটি চোখ ধাঁধানো গাড়ি

Mahindra XUV700 গাড়ির ইঞ্জিন ও ফিচার্স

Mahindra XUV700-এর দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্ট রয়েছে – ২ লিটার mStallion টার্বো পেট্রল (TGDi) এবং ২.২ লিটার mHawk টার্বো ডিজেল ইঞ্জিন। টার্বো পেট্রল ইঞ্জিনটি সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। অন্যদিকে, MX ভ্যারিয়েন্টে টার্বো ডিজেল ইঞ্জিন সর্বোচ্চ ১৫২ হর্সপাওয়ার এবং ৩৬০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

READ MORE:  টাটা-হুন্ডাইকে হারিয়ে বিক্রির নিরিখে গাড়ি বাজারে দ্বিতীয় স্থান দখল করল Mahindra | India Second Largest Automaker Mahindra

মাহিন্দ্রার এই গাড়িতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং কারপ্লে সহ ২৬.০৩ সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম, সোনির ১২ স্পিকার সেটআপ, রিভার্স ক্যামেরা, পার্ক অ্যাসিস্ট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ৩৬০ ডিগ্রি ক্যামেরা সেটআপ, এবং অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো প্রচুর হাই-টেক ফিচার্স রয়েছে।

Mahindra XUV700 গাড়ির দাম

মাহিন্দ্রার ওয়েবসাইট অনুযায়ী, XUV700 এর AX7 ভ্যারিয়েন্টের দাম ১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর AX7 L ডিজেল অটোমেটিক মডেলের দাম ২৪.৯৯ লক্ষ টাকা। প্রসঙ্গত, সম্প্রতি গাড়িটির Ebony সংস্করণ লঞ্চ হয়েছে যার দাম ১৯.৬৪ লক্ষ টাকা।

READ MORE:  পেট্রল গাড়ির থেকে 80 শতাংশ সস্তা! 2 ঘন্টা চার্জ দিলে 200 কিমি ছুটবে এই ইলেকট্রিক গাড়ি

Scroll to Top