লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Man Selling Milk In Audi: ব্যাঙ্কের চাকরি ছেড়ে ৫০ লাখের Audi করে দুধ বিক্রি! বিরাট কীর্তি যুবকের | Viral Video

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: দুধ দিতে আসে অডি গাড়ি চালিয়ে! হ্যাঁ, অবাক হতে পারেন। কিন্তু এটাই বাস্তব ঘটনা। আসলে সাধারণত আমাদের কল্পনায় দুধওয়ালারা বাইক বা সাইকেল চালিয়েই দুধ সরবরাহ করেন। কিন্তু ফরিদাবাদের এক যুবক (Amit Vadana) যেন সেই প্রচলিত ধারণাকেই বদলে দিয়েছে। আসলে ইচ্ছে থাকলে যে সব কিছু বাস্তব.. আর এমনটাই করে দেখিয়েছেন তিনি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ব্যাঙ্ক ম্যানেজার থেকেই মিল্ক ম্যান

অমিত ভাদানা, বয়স 33 বছর। ফরিদাবাদের মোহতাবাদ গ্রামের বাসিন্দা। একসময় এই যুবক নামি ব্যাঙ্কের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। কর্পোরেট লাইফ, মোটা অঙ্কের বেতন, সবই ছিল। কিন্তু কোভিডের সময় বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটেন তিনি। সূত্র বলছে, ব্যাঙ্কের চাকরি ছেড়ে দিয়ে তিনি শুরু করেন পারিবারিক দুধ সরবরাহের কাজ।

READ MORE:  Sapna Chaudhary: ‘ইয়ার ভিলেজার’ গানে জমকালো নাচ স্বপ্না চৌধুরীর, ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে!

কাজের প্রতি নিষ্ঠা ছিল ছোটবেলা থেকেই। ভাইয়ের সঙ্গে মিলেই শুরু করেন গোয়ালঘরের দুধ সরবরাহের ব্যবসা। সূত্র বলছে, বর্তমানে তার ফার্মে রয়েছে 32টি গরু এবং 6টি মহিষ। আর প্রতিদিন ফরিদাবাদের বিভিন্ন কলোনিতে তিনি প্রায় 120 লিটার দুধ সরবরাহ করেন। এমনকি এই কাজটি যেন একেবারে রাজকীয় ভাবে করছেন তিনি। শুনলে চমকে উঠবেন, 50 লক্ষ টাকার অডি A3 ক্যাব্রিওলেট গাড়িতে করে চড়ে তিনি এই দুধ সরবরাহ করেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বাইক থেকেই বিলাসবহুল গাড়ির যাত্রা

আসলে ব্যাতিক্রমী ব্যাপারটির শুরু এখান থেকে নয়। অমিত এর আগেও নজর কেড়েছিলেন। কারণ তিনি আগে দুধ পৌঁছে দিতেন 8 লক্ষ টাকার হার্লে ডেভিডসন 750 বাইকে করে। কিন্তু গরমের তাপে দুর্বিষহ অবস্থায় দুধ বহন করতে অসুবিধা হচ্ছিল। তাই তিনি কিনে ফেলেন এই বিরাট বিলাসবহুল ছাত খোলা গাড়ি।

READ MORE:  Unclaimed Deposits: ব্যাঙ্কে পড়ে ৭৮,২১৩ কোটি টাকা! আপনিও করতে পারবেন দাবি, জানুন কীভাবে? | 78,231 Crore Unclaimed Amount In Bank

অমিত জানান, গাড়ি চালানো তার পেশা। আর সে চেয়েছিল নিজের কাজের মধ্যে সেই আনন্দটা খুঁজে পেতে। তার কাছে পেশা ছোট-বড় নয়, বরং কাজের প্রতি ভালোবাসা আর সততা তার সাফল্যকে চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.