Maruti: ২১ কিমি মাইলেজ, SUV-র দাপটে ১লা এপ্রিল থেকে বন্ধ হচ্ছে মারুতির জনপ্রিয় গাড়ি | Maruti Suzuki Ciaz Discontinued
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki এবার তাদের জনপ্রিয় সেডান Ciaz-এর উৎপাদন বন্ধ করছে। আগামী 1লা এপ্রিল থেকে আর বিক্রি হবে না Ciaz। হ্যাঁ ঠিকই শুনেছেন। দীর্ঘদিন ধরে এই গাড়ি বিক্রি কমতে থাকায় Maruti Suzuki এবার এই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো। একসময়ের জনপ্রিয় এই সেডান আজকের SUV-র বাজারে জায়গা ধরে রাখতে পারছে না।
বর্তমান সময়ে SUV গাড়ির চাহিদা আকাশছোঁয়া। Maruti Ciaz-এর মত সেডান গাড়ির বিক্রি দিনের পর দিন কমে যাচ্ছে। কারণ, এখন একই দামের মধ্যে কম্প্যাক্ট SUV, মাইক্রো SUV এবং মিড-সাইজ SUV গাড়ির হদিস মিলছে। ফলে গ্রাহকরা বেশি স্পেস, স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য SUV-র দিকে পা বাড়াচ্ছেন।
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, 2022 সালে Maruti Ciaz মোট 15,869 ইউনিট বিক্রি হয়েছিল। কিন্তু 2023 সালে বিক্রি কমে দাঁড়ায় 13,610 ইউনিট। 2024-এ তো আরো পতন ঘটে, মাত্র 10,337 ইউনিটে ছুঁয়েছে।
2024 সালের জানুয়ারি মাসে Maruti Suzuki মাত্র 590 ইউনিট Ciaz বিক্রি করতে পেরেছে। গত বছরের এই একই সময়ে মাত্র 319 ইউনিট Ciaz বিক্রি হয়েছিল। গাড়ি বিক্রির এরকম পরিস্থিতি বুঝেই Maruti Suzuki ধারণা করতে পেরেছে যে, Ciaz-এর ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়।
Maruti Ciaz-এর জনপ্রিয়তা হারানোর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, 9 থেকে 11 লাখ টাকার মধ্যে এখন অনেক SUV মডেল লঞ্চ হয়েছে। দ্বিতীয়ত, ভারতীয় রাস্তায় SUV বেশি সুবিধাজনক। তাই সবাই SUV-র দিকে পা বাড়াচ্ছে। তৃতীয়ত, SUV-তে বেশি ফিচার এবং আধুনিক প্রযুক্তি পাওয়া যাচ্ছে। আর সেই কারণে SUV-র দাপটে সেডান গাড়ির যুগ ফিকে হয়ে আসছে।
Maruti Ciaz গাড়িতে রয়েছে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন, যা কিনা 104.6PS পাওয়ার এবং 138NM টর্ক উৎপন্ন করতে পারে। মাইলেজ নিয়ে যদি কথা বলি, তাহলে MT ভার্সনটি 20.65 kmpl মাইলেজ দেয় এবং AT ভার্সনটি 20.04 kmpl মাইলেজ দেয়। গাড়িটির দৈর্ঘ্য 4490 মিমি., প্রস্থ 1730 মিমি. এবং উচ্চতা রয়েছে 1480 মিমি.। পাশাপাশি গাড়িটিতে ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্করেজ, রিয়ার পার্কিং সেন্সরের মত কিছু সেফটি ফিচারও যুক্ত করা রয়েছে।
Maruti Suzuki Ciaz একসময় ছিল জনপ্রিয় সেডান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে SUV-র দাপটে তা হারিয়ে যেতে বসেছে। শেষমেষ 1লা এপ্রিল, 2025 থেকে সেডান চিরতরে বাজার থেকে বিদায় নেবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার শহরের…
ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে প্যান কার্ডের ভূমিকা অপরিসীম। বড় মাপের আর্থিক লেনদেন…
সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যবস্থাকে আরো উন্নত করতে কলকাতা বিমানবন্দর…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখন যদি কাউকে ভারতের সবথেকে ধনী রাজ্য (Richest State In India) নিয়ে…
মোটোরোলা আজ অর্থাৎ ২ এপ্রিল মোটো ৬০ ফিউশন লঞ্চ করেছে। নতুন স্মার্টফোনটি ভারতীয় বাজারে প্রবেশের…
This website uses cookies.