Maruti: ২১ কিমি মাইলেজ, SUV-র দাপটে ১লা এপ্রিল থেকে বন্ধ হচ্ছে মারুতির জনপ্রিয় গাড়ি | Maruti Suzuki Ciaz Discontinued
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki এবার তাদের জনপ্রিয় সেডান Ciaz-এর উৎপাদন বন্ধ করছে। আগামী 1লা এপ্রিল থেকে আর বিক্রি হবে না Ciaz। হ্যাঁ ঠিকই শুনেছেন। দীর্ঘদিন ধরে এই গাড়ি বিক্রি কমতে থাকায় Maruti Suzuki এবার এই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো। একসময়ের জনপ্রিয় এই সেডান আজকের SUV-র বাজারে জায়গা ধরে রাখতে পারছে না।
বর্তমান সময়ে SUV গাড়ির চাহিদা আকাশছোঁয়া। Maruti Ciaz-এর মত সেডান গাড়ির বিক্রি দিনের পর দিন কমে যাচ্ছে। কারণ, এখন একই দামের মধ্যে কম্প্যাক্ট SUV, মাইক্রো SUV এবং মিড-সাইজ SUV গাড়ির হদিস মিলছে। ফলে গ্রাহকরা বেশি স্পেস, স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য SUV-র দিকে পা বাড়াচ্ছেন।
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, 2022 সালে Maruti Ciaz মোট 15,869 ইউনিট বিক্রি হয়েছিল। কিন্তু 2023 সালে বিক্রি কমে দাঁড়ায় 13,610 ইউনিট। 2024-এ তো আরো পতন ঘটে, মাত্র 10,337 ইউনিটে ছুঁয়েছে।
2024 সালের জানুয়ারি মাসে Maruti Suzuki মাত্র 590 ইউনিট Ciaz বিক্রি করতে পেরেছে। গত বছরের এই একই সময়ে মাত্র 319 ইউনিট Ciaz বিক্রি হয়েছিল। গাড়ি বিক্রির এরকম পরিস্থিতি বুঝেই Maruti Suzuki ধারণা করতে পেরেছে যে, Ciaz-এর ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়।
Maruti Ciaz-এর জনপ্রিয়তা হারানোর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, 9 থেকে 11 লাখ টাকার মধ্যে এখন অনেক SUV মডেল লঞ্চ হয়েছে। দ্বিতীয়ত, ভারতীয় রাস্তায় SUV বেশি সুবিধাজনক। তাই সবাই SUV-র দিকে পা বাড়াচ্ছে। তৃতীয়ত, SUV-তে বেশি ফিচার এবং আধুনিক প্রযুক্তি পাওয়া যাচ্ছে। আর সেই কারণে SUV-র দাপটে সেডান গাড়ির যুগ ফিকে হয়ে আসছে।
Maruti Ciaz গাড়িতে রয়েছে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন, যা কিনা 104.6PS পাওয়ার এবং 138NM টর্ক উৎপন্ন করতে পারে। মাইলেজ নিয়ে যদি কথা বলি, তাহলে MT ভার্সনটি 20.65 kmpl মাইলেজ দেয় এবং AT ভার্সনটি 20.04 kmpl মাইলেজ দেয়। গাড়িটির দৈর্ঘ্য 4490 মিমি., প্রস্থ 1730 মিমি. এবং উচ্চতা রয়েছে 1480 মিমি.। পাশাপাশি গাড়িটিতে ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্করেজ, রিয়ার পার্কিং সেন্সরের মত কিছু সেফটি ফিচারও যুক্ত করা রয়েছে।
Maruti Suzuki Ciaz একসময় ছিল জনপ্রিয় সেডান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে SUV-র দাপটে তা হারিয়ে যেতে বসেছে। শেষমেষ 1লা এপ্রিল, 2025 থেকে সেডান চিরতরে বাজার থেকে বিদায় নেবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে বিনিয়োগের কথা উঠলেই বেশিরভাগ মানুষ প্রথমেই ফিক্সড ডিপোজিটর দিকে পা…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা ভ্যাপসা গরম থেকে মুক্তি। একপ্রকার ম্যাজিকের মতো বদলে যেতে চলেছে বাংলার…
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
This website uses cookies.