Maruti Car: ৩৩ কিমি মাইলেজ, ৬ এয়ারব্যাগ! ৬.৭৯ লাখে ভারতের প্রথম 5 Star সেফটির গাড়ি Maruti-র | 2025 Maruti Suzuki Dzire Tour S
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাজারে পা পড়েছে Maruti Suzuki Dzire Tour S-এর নতুন সংস্করণের। খোঁজ নিয়ে জানা গেল নিরাপত্তার দিক থেকে 5 স্টার রেটিং পেয়েছে এই ফোর হুইলার। 6টি এয়ারব্যাগ সহ একাধিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত এই বাহন ইতিমধ্যেই ভারতের বাজারে ঝড় তুলেছে বলেই খবর।
চতুর্থ সংস্করণের পর Maruti তাদের Tour S মডেলটির নতুন সংস্করণে পেট্রোল ছাড়াও সিএনজি ভেরিয়েন্টের অপশন রেখেছে। সংস্থা জানিয়েছে, ডিজাইনের দিক থেকে গাড়িটির সামনের অংশে একটি গ্রিল রয়েছে যাতে সংস্থার লোগো লাগানো।
এছাড়াও সামনের অংশে রয়েছে একটি হ্যালোজিন হেডল্যাম্প। এছাড়া মডেলটির অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে কোনও রকম কাটাছেঁড়া করেনি সংস্থা। সূত্রের খবর, ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ব্ল্যাক ডোর হ্যান্ডেল ও বডি কালারের অ্যান্টিনা পাওয়া যাবে এই গাড়িটিতে।
Maruti Suzuki-র এই নয়া মডেলটিতে 1.2 লিটারের 3 সিলিন্ডার যুক্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 81 হর্সপাওয়ার ও 112 Nm টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। তবে গাড়িটির সিএনজি মডেলের ক্ষেত্রে 69 হর্সপাওয়ার ও102 Nm পিক টর্ক শক্তি উৎপন্ন হবে। বলা ভাল, দুই ভেরিয়েন্টের ক্ষেত্রেই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে সংস্থা।
সংস্থা সূত্রে খবর, ভারতের বাজারে অতি পরিচিত Maruti Suzuki Dzire Tour S মডেলের নতুন সংস্করণের পেট্রোল মডেলটি 26.06 কিলোমিটার প্রতি ঘন্টা মাইলেজ দেবে। অন্যদিকে সিএনজির ক্ষেত্রে মডেলটি প্রতি ঘন্টায় 34.30 কিলোমিটার সার্ভিস দেবে।
Maruti Suzuki তাদের এই নতুন ফোর হুইলারটিতে ম্যানুয়াল এয়ার কন্ডিশন সিস্টেম, একটি ম্যানুয়াল গিয়ার শিফটার, 4টি পাওয়ার উইন্ডো, দুটি কাপ হোল্ডার সহ একটি সেন্টার কনসোল, হিল্ড অ্যাসিস্ট, নিরাপত্তার জন্য 6টি উন্নত মানের এয়ার ব্যাগ, অ্যাডজাস্টেবল ফ্রন্ট হেডরেস্ট ফিচার্স সহ ইলেকট্রনিক সেন্টবিলিট কন্ট্রোল এবং রিভার্স পারকিং সেন্সরের মতো একাধিক সুবিধে রেখেছে।
অবশ্যই পড়ুন: দোকান থেকে ব্যাট নিয়ে পলাতক পাকিস্তানি ক্রিকেটার
সংস্থা জানিয়েছে, Maruti Suzuki Dzire Tour S গাড়িটির নতুন সংস্করণের পেট্রোল মডেলটির ক্ষেত্রে দাম শুরু হচ্ছে 6.79 লাখ টাকা(এক্স শোরুম প্রাইস) থেকে। একইভাবে, Maruti তাদের সিএনজি, ভেরিয়েন্টটির দাম রেখেছে 7.74 লাখ টাকা(এক্স শোরুম প্রাইস)।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.