Maruti Car: সস্তায় নিয়ে আসুন বাড়িতে, Swift-এ বিরাট ছাড় দিচ্ছে Maruti | Maruti Suzuki Swift Card Discount

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki তাদের জনপ্রিয় ফোর হুইলার মডেল Swift-এ মোটা অঙ্কের ছাড় দিচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? চলতি বছরের বেশ কিছু রিপোর্ট বলছে, 2024 সালের স্টক ক্লিয়ারেন্স না হওয়ায় গাড়ির বিক্রি বাড়াতে এই বিশেষ ডিসকাউন্ট অফার চালু করেছে Maruti Suzuki। তবে গ্রাহকদের ছাড়ের প্রলোভন দেখালেও সূত্র বলছে, গত 2 মাসে সংস্থাটি তাদের ফোর হুইলার গুলির দাম অনেকটাই বাড়িয়েছে। চলুন জেনে নেওয়া যাক চলতি মাসে Swift মডেলের যেকোনও ভেরিয়েন্ট কিনলে কতটাকা লাভ হবে গ্রাহকদের।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

Swift মডেলে চলছে বিরাট ডিসকাউন্ট অফার

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ভারতের জনপ্রিয় ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki তাদের 2024 Maruti Suzuki Swift মডেল 50,000 ও 2025 Maruti Suzuki Swift ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে 60,000 টাকা ছাড় দিচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, সংস্থাটি তাদের গত বছরের বেশ কিছু মডেলের স্টক শেষ করতে পারেনি।

READ MORE:  ৪% DA বৃদ্ধি সরকারের, মমতাকে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মীরা

এবার সেই মডেল গুলি গ্রাহকদের হাতে তুলে দিতে স্টক ক্লিয়ারেন্স অফার হিসেবে বিশেষ ছাড়ের সুবিধা এনেছে Maruti Suzuki। সংস্থাটির তরফে জানানো হয়েছে, Swift মডেলের যেকোনও ভেরিয়েন্ট যথা পেট্রোল এবং সিএনজির ক্ষেত্রে এই ডিসকাউন্ট অফার প্রযোজ্য।

Maruti Suzuki Swift-এর বৈশিষ্ট্য

Maruti Suzuki তাদের নতুন Swift মডেলটিতে 1.2 লিটারের জেড সিরিজের একটি পেট্রোল ইঞ্জিন দিয়েছে। যা সাধারণত 82HP শক্তি ও 112 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। সংস্থা তাদের এই মডেলটিতে যে ইঞ্জিন দিয়েছে তা সব রকম পরিস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করতে পারবে। এছাড়ও এই ইঞ্জিনটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স ও 5 স্পিড AMT গিয়ারবক্স দ্বারা সজ্জিত।

অবশ্যই পড়ুন: সময়ের আগেই পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস, তারিখ নির্ধারণ করল NASA

গাড়ির বাকি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলতে গেলে, এই গাড়িটির উচ্চতা 1520 মিলিমিটার, দৈর্ঘ্য 3860 মিলিমিটার এবং প্রস্থ 1735 মিলিমিটার পর্যন্ত বিস্তৃত। চালকের নিরাপত্তার জন্য নতুন Swift মডেলটির সব ভেরিয়েন্টেই 6টি উন্নতমানের এয়ারব্যাগ, 3টি সিট বেল্ট, হিল হোল্ড কন্ট্রোল , ESC , EBD সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্য রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য বিশেষ প্রযুক্তি দ্বারা তৈরি এই নতুন মডেলটি 5টি আরামদায়ক সিট যুক্ত।

READ MORE:  Maruti Suzuki e Vitara Price: ফুল চার্জে ৫০০ কিমি চলবে! মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ির দাম কত হবে জেনে নিন | Maruti Suzuki e Vitara Features

Swift নতুন মডেলের দাম

Maruti Suzuki তাদের 2024 ও 2025 Swift মডেলের LXi , VXi, VXi (O), ZXi, ZXi+, ZXi+ ডুয়াল টোনসহ AMT ও CNG ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস 6.49 লাখ থেকে শুরু করে 10.60 লাখ টাকার মধ্যে রেখেছে। তবে সংস্থা তাদের নতুন ডিসকাউন্ট অফারে 2024 ও 2025 Swift মডেলের গাড়িগুলি 50,000 থেকে 60,000 টাকা ডিসকাউন্টে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

READ MORE:  Huge Discount On Wagon R: স্টক খালি করতে সবথেকে জনপ্রিয় গাড়িতে বিপুল ছাড় দিচ্ছে Maruti, আজই করুন বুক | Maruti Suzuki Discount
Scroll to Top