Maruti Suzuki: গাড়িতে ১.৪০ লক্ষ টাকা ছাড় দিচ্ছে Maruti! SUV প্রেমীদের জন্য সোনায় সোহাগা | Maruti Car Discount
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki India আবারো তাদের গাড়িগুলির দাম একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। 8ই এপ্রিল, মঙ্গলবার থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। চলতি বছরে এই সংস্থার তৃতীয়বারের মত মূল্যবৃদ্ধি এটি।
তবে শুধু গাড়ির দামে বাড়তি বোঝা চাপিয়ে তারা থেমে থাকেনি। Maruti Suzuki India গ্রাহকদের মুখে এবার হাসি ফোটাতে এপ্রিল মাসে দিচ্ছে বিরাট ছাড়। সর্বোচ্চ 1.40 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের গাড়িতে। চলুন দেখে নেওয়া যাক, কোন গাড়িতে কত ছাড় দেওয়া হচ্ছে।
নতুন অর্থবছর শুরুর কিছুদিনের মধ্যেই গাড়িপ্রেমীদের জন্য Maruti Suzuki-র এই অফার যেন এক কথায় স্বস্তির নিঃশ্বাস। ছোট গাড়ি থেকে SUV সব গাড়িতেই পাওয়া যাচ্ছে বিরাট ডিসকাউন্ট। সাথে থাকতে এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ বেনিফিট এবং কর্পোরেট ছাড়। বিশেষ করে যারা Maruti Jimny, Grand Vitara, Invicto, Fronx গাড়িগুলি কেনার কথা ভাবছেন, তাদের জন্য তো সোনায় সোহাগা।
এখনো পর্যন্ত যা খবর, তাতে Maruti Invicto গাড়িতে সর্বোচ্চ 1.40 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। Grand Vitara গাড়িতে মিলছে 1.15 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, যা জনপ্রিয় একটি SUV মডেল। Jimny গাড়িতে মিলছে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। তবে এখানে এক্সচেঞ্জ বা কর্পোরেট ছাড় পাওয়া যাবে না।
Fronx গাড়িতে মিলছে 93 হাজার টাকা পর্যন্ত ছাড়, যে গাড়িটি স্টাইলিশ ও স্পোর্টি ডিজাইন হিসেবেই তৈরি করা। Ignis গাড়িতে মিলছে 60 হাজার টাকা পর্যন্ত ছাড়, যেটি কমপ্যাক্ট গাড়ি এবং শহরের জন্য পারফেক্ট। Baleno গাড়িতে মিলছে 50 হাজার টাকা পর্যন্ত ছাড়, যেটি ভারতের অন্যতম বেস্টসেলার। এছাড়া XL6 গাড়িতে 25 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে।
অত্যাধুনিক ফিচার এবং অফ-রোডিং ক্ষমতা থাকা সত্ত্বেও Jimny গাড়িটি এখন বিক্রির জন্য আশানুরূপ নয়। আর এর একমাত্র কারণ এর বাজারদর। এই গাড়িটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 12.76 লক্ষ টাকা থেকে, যা অনেক সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই এই সংস্থা এবার 1 লক্ষ টাকা ছাড় দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে।
শুধুমাত্র দেশের বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও দারুণ পারফর্ম করছে মারুতি। সূত্র বলছে, চলতি বছরে তারা 20 লক্ষের বেশি গাড়ি বিক্রি করেছে। আর এর মধ্যে 3 লক্ষের বেশি গাড়ি রপ্তানি করা হয়েছে বিদেশে। আর এটিই ভারতের ইতিহাসে নয়া রেকর্ড।
এককথায়, মারুতির এই ছাড়ের অফার নিঃসন্দেহে গাড়িপ্রেমীদের জন্য দারুণ সুযোগ। বিশেষ করে যারা SUV বা কম্প্যাক্ট গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এই মুহূর্তে বাজারে এরকম অফার পাওয়া দুষ্কর হয়ে পড়বে। তাই দেরি না করে কাছাকাছি কোন মারুতির ডিলারশিপের সঙ্গে আজই যোগাযোগ করুন এবং পছন্দের গাড়িটিকে বুকিং করুন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার থেকে চলন্ত ট্রেনে তোলা যাবে টাকা! হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি।…
আপনার বাড়িতে কি এখনো এলপিজি গ্যাসের সংযোগ (LPG Gas Connection) নেই? তাহলে আপনার জন্য রয়েছে…
ভিভো আগামী ২১ এপ্রিল তাদের নতুন হাই-এন্ড স্মার্টফোন, Vivo X200 Ultra লঞ্চ করতে চলেছে। এই…
This website uses cookies.