লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Maruti Suzuki: বাজার কাঁপাতে নতুন রূপে হাজির Maruti Alto, কী কী নয়া ফিচারর্স, দামই বা কত? | New Maruti Suzuki Alto K10

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের সবথেকে জনপ্রিয় এন্ট্রি-লেভেল গাড়িগুলোর মধ্যে অন্যতম হল Maruti Alto K10। এই গাড়ির জনপ্রিয়তার মূল কারণ হল এর দাম, ভালো মাইলেজ এবং নির্ভরযোগ্যতা। বর্তমানে ছোট গাড়ির প্রতিযোগিতা বাজারে অনেকটা কমে গেছে। তবুও Maruti Suzuki এখন নতুন ক্রেতাদের জন্য বাজেট ফ্রেন্ডলি গাড়ি আনতে পিছপা হচ্ছে না।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই ধারাবাহিকতা বজায় রেখেই সংস্থাটি 2025 Maruti Alto K10 বাজারে নিয়ে এসেছে। জানলে অবাক হবেন, এই গাড়িতে নতুন আপডেটের সাথে কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক, নতুন Maruti Alto K10-এর দাম, ফিচার এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

নতুন Alto K10-এর গুরুত্বপূর্ণ ফিচার

নতুন Maruti Alto K10 দেখতে প্রায় আগের মতই। তবে এই গাড়িতে নতুন দুটি আপডেট এসেছে, যা এই সেগমেন্টের মধ্যে গাড়িটিকে অনন্য করে তুলেছে। এই গাড়ির নতুন ফিচারগুলি সম্পর্কে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাব-


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

6টি এয়ারব্যাগ: সুরক্ষার দিক থেকে এই গাড়িটি এখন বিশাল উন্নত হয়েছে। কারণ Maruti Alto K10-এর সকল ভেরিয়েন্টে ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারটি আগের তুলনায় গাড়িটিকে অনেক বেশি নিরাপদ করে তুলবে। 

READ MORE:  পাকিস্তানে AC-র দাম কত? একটার টাকায় ভারতে হয়ে যাবে মারুতির গাড়ি!

3-পয়েন্ট রিয়ার সিটবেল্ট: যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সংস্থাটি এবার এই গাড়িতে প্রতিটি সিটে ৩-পয়েন্ট রিয়ার সিটবেল্ট সংযোজন করেছে। 

নতুন মিউজিক সিস্টেম: এবার Maruti Alto K10-এ চারটি স্পিকার যুক্ত করা হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার আগের তুলনায় আরও উন্নত অডিও অভিজ্ঞতা দেবে। 

অন্যান্য গুরুত্বপূর্ণ সেফটি ফিচার

বাজারের নতুন Maruti Alto K10-এর নতুন সংস্করণে আরো কিছু সুরক্ষা ফিচার যুক্ত করা হয়েছে। যেগুলি জানলে হয়তো অবাক হবেন। যেমন- এই গাড়িতে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), রিভার্স পার্কিং সেন্সর, ABS ও EBD সহ ব্রেকিং সিস্টেমের মত নিরাপত্তা। এখানেই শেষ নয়। গাড়িটিতে রয়েছে ইঞ্জিন ইমোবিলাইজার, হাই স্পিড এলার্ম সিস্টেম, রেয়ার ডোর চাইল্ড লক এবং কলাপসিবল স্টিয়ারিং কলাম, যে বৈশিষ্ট্যগুলি গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় একদম ভিন্ন করে তুলেছে।

Alto K10-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

এবারে Alto K10-এ দেওয়া হয়েছে 1.0 লিটার ডুয়ালজেট ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 67bhp শক্তি এবং 89nm টর্ক উৎপন্ন করতে পারে। শুধু এখানেই শেষ নয়, এতে থাকছে 5-স্পিড ম্যানুয়াল ও 5-স্পিড AMT গিয়ারবক্সের অপশন। 

READ MORE:  গাড়ির জন্য কীভাবে পাবেন BH সিরিজ নম্বর প্লেট? কারা যোগ্য, কী লাগবে, সবটা জানুন | How to Get a BH Number Plate

জানলে হয়তো অবাক হবেন, গাড়িটিতে CNG মডেলেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে এটি 56bhp শক্তি এবং 82nm টর্ক উৎপন্ন করতে পারবে। CNG ভেরিয়েন্টে শুধুমাত্র 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে।

নতুন Alto K10-এর দাম এবং ভেরিয়েন্ট

নতুন আপডেটের ফলে গাড়িটির দাম 16,000/- টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন নতুন Alto K10-এর দাম শুরু হচ্ছে 4.23 লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ 6.21 লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক প্রতিটি ভেরিয়েন্টের দাম সম্পর্কে তথ্য-

Alto K10 STD (O)- এর নতুন এক্স-শোরুম দাম 4.23 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 4.09 লক্ষ টাকা।

Alto K10 LXI (O)- এর নতুন এক্স-শোরুম দাম 5 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 4.23 লক্ষ টাকা 

Alto K10 VXI (O)- এর নতুন এক্স-শোরুম দাম 5.1 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 5.15 লক্ষ টাকা 

READ MORE:  ১০ বছরে সর্বনিম্ন চাহিদা ডিজেলের! কারণ ইলেকট্রিক বাহন? কমতে পারে দাম?

Alto K10 VXI+ (O)- এর নতুন এক্স-শোরুম দাম 5.60 লক্ষ টাকা এবং পুরনো এক্স শোরুম দাম 5.50 লক্ষ টাকা 

Alto K10 VXI+ (O) AGS- এই নতুন এক্স-শোরুম দাম 5.11 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 5.65 লক্ষ টাকা 

Alto K10 VXI (O) CNG- এর নতুন এক্স-শোরুম দাম 5.90 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 5.84 লক্ষ টাকা 

Alto K10 VXI+ (O) AGS- এর নতুন এক্স-শোরুম দাম 6.10 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 6 লক্ষ টাকা 

Alto K10 VXI+ (O) CNG- এর নতুন এক্স-শোরুম দাম 6.1 লক্ষ টাকা এবং পুরনো এক্স-শোরুম দাম 6.05 লক্ষ টাকা 

এক কথায় বলতে গেলে নতুন Alto K10 আগের তুলনায় আরো নিরাপদ, আধুনিক ও আরামদায়ক হয়েছে। বিশেষ করে 6টি এয়ারব্যাগ এবং 3-পয়েন্ট রিয়ার সিটবেল্ট যোগ হওয়ার ফলে গাড়িটি সুরক্ষার দিক থেকে আরো একধাপ এগিয়ে গেছে। যদি আপনি কম বাজেটের একটি নিরাপদ ও আরামদায়ক ছোট গাড়ি খুঁজে থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.