Maruti Suzuki Ciaz: দুঃসংবাদ! এই জনপ্রিয় গাড়ির বিক্রি বন্ধ করতে চলেছে Maruti | Ciaz Car Selling Stopped By Maruti
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতে সেডান গাড়ির যুগ যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। এক সময়ের জনপ্রিয় Maruti Ciaz আজ বন্ধ হতে বসেছে। রিপোর্ট বলছে, বিক্রি কমে যাওয়ার কারণে মারুতি সুজুকি এই গাড়ি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। যদিও কোম্পানির তরফ থেকে এখনো স্পষ্টভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, যে গাড়ি একসময় Honda City ও Hyundai Verna-কে টক্কর দিচ্ছিল সেই গাড়ি কেন আজ হঠাৎ পিছিয়ে পড়ল? আসুন জেনে নেওয়া যাক Maruti Ciaz-এর বিদায় বেলার কাহিনী।
Maruti Ciaz-এর বিক্রি ক্রমাগত কমছে, যা কোম্পানির সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ 6 মাস ধরে বিক্রি কমার ধারা যেন অব্যাহত রয়েছে। জানুয়ারি, 2024-এ মাত্র 768 ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। তবে ফেব্রুয়ারিতে বিক্রি কিছুটা বাড়লেও মাত্র 1097 ইউনেটে পৌঁছেছে সংখ্যাটি। এই সংখ্যাগুলিই আমাদের মধ্যে স্পষ্ট করে দিচ্ছে, যে ভারতে এখন Maruti Ciaz-এর বাজার ক্রমশ ফিকে হয়ে আসছে।
বর্তমানে SUV গাড়ির জনপ্রিয়তা আকাশছোঁয়া। মাত্র কয়েক বছর আগেও মানুষ সেডান গাড়ি ব্যাপক পছন্দ করত। কিন্তু এখন এন্ট্রি-লেভেল SUV থেকে শুরু করে কম্প্যাক্ট SUV, মিড-সাইজ SUV-এর মত গাড়ির চাহিদা হু হু করে বেড়ে চলেছে। কারণ, একই দামে এখন দুর্দান্ত SUV গাড়ি পাওয়া যাচ্ছে, যেখানে ক্লিয়ারেন্স বেশি, রোড প্রেসেন্স দুর্দান্ত এবং ড্রাইভিং কমফোর্ট তো কোন তুলনাই হবেনা। তাহলে কেন মানুষ SUV-এর দিকে ঝুঁকবে না?
যাত্রীরা এখন SUV-তে অনেক বেশি জায়গা এবং কমফোর্ট ফিল করে। শুধু এখানেই শেষ নয়, SUV গাড়ির রিসেল ভ্যালুও বেশি, যা গ্রাহকদের এই সেগমেন্টের দিকে বেশি আকৃষ্ট করছে। ফলে Honda City, Hyundai Verna-এর মত সেডানগুলির বিক্রিও ক্রমশ কমে আসছে।
Maruti Ciaz-এর এক্স-শোরুম মূল্য 9.41 লক্ষ টাকা থেকে 11.11 লক্ষ টাকা পর্যন্ত। এই গাড়ির ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, তাহলে এতে রয়েছে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন, 104.6PS পাওয়ার যা 138nm টর্ক উৎপন্ন করে। শুধু তাই নয়, এই গাড়ি প্রতি লিটার পেট্রোলে মাইলেজ দেয় 20.65 কিলোমিটার।
এছাড়া এই গাড়িতে সুরক্ষা বৈশিষ্ট্য হিসেবে রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), হিল হোল্ড অ্যাসিস্ট, ডুয়াল এয়ারব্যাগ এবং রিয়ার পার্কিং সেন্সরের মত ফিচার। ডাইমেনশন নিয়ে আলোচনা করলে এই গাড়িটির দৈর্ঘ্য 4,490mm, প্রস্থ 1,730mm, উচ্চতা 1,480mm এবং হুইলবেস 2,650mm।
যদিও মারুতি সুজুকি এখনও আনুষ্ঠানিকভাবে Ciaz-এর বিদায় নিয়ে কোনরকম ঘোষণা করেনি। তবে Ciaz-এর ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। বর্তমান বাজারে প্রবণতা বলছে, SUV-এর দাপটে সেডান সেগমেন্ট প্রায় অস্তিত্ব হারাতে চলেছে। এখন সময়ই বলে দেবে সেডানের ভবিষ্যৎ।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.