Maruti Suzuki e Vitara Price: ফুল চার্জে ৫০০ কিমি চলবে! মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ির দাম কত হবে জেনে নিন | Maruti Suzuki e Vitara Features
গত মাসে ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫ গাড়ি মেলায় উন্মোচিত হয়েছিল Maruti Suzuki e Vitara, যা ইন্দো-জাপানি সংস্থাটির প্রথম ইলেকট্রিক গাড়ি। আগেই মডেলটির নানা তথ্য সামনে এসেছে। এবার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার আগেই গাড়ির রেঞ্জ, ব্যাটারি, ও ফিচার্স প্রকাশ করেছে মারুতি। জানা গিয়েছে, এই ইভিতে দু’ধরনের ব্যাটারির বিকল্প থাকবে। দেশের বাজারে টাটা মোটরস, মাহিন্দ্রা এবং এমজিকে টক্কর দেবে এই গাড়ি।
এই গাড়িতে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প থাকবে বলে জানা গিয়েছে – ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার। দুই ব্যাটারিতে আলাদা আউটপুট পাওয়া যাবে। বেশি ক্ষমতার ব্যাটারি প্যাকে রেঞ্জ মিলবে ফুল চার্জে ৫০০ কিলোমিটার। অন্য ব্যাটারি প্যাকে রেঞ্জ কিছুটা কম থাকতে পারে। প্রথম ব্যাটারি প্যাকটি সর্বাধিক ১৪২ হর্সপাওয়ার, ১৮৯ এনএম টর্ক এবং দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ১৭২ হর্সপাওয়ার, ১৮৯ এনএম টর্ক আউটপুট দিতে পারবে।
গাড়িতে মিলবে ডুয়াল টোন ইন্টিরিয়র। ডুয়াল স্ক্রিন থাকবে, যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট সিস্টেম, আর একটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম পাওয়া যাবে। মিলবে প্যানারমিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি ফিচার্স।
অন্যদিকে, ফাইভ স্টার সেফটি নিশ্চিত করতে দেওয়া হয়েছে লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), সাতটি এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, এবিএস, ইবিডি, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো হোল্ড ইত্যাদি।
মারুতির সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি, e Vitara এর দাম শুরু ১৭ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হওয়ার সম্ভাবনা। টপ মডেলের দাম হতে পারে ২৬ লাখ টাকা। সংস্থা জানিয়েছে, মার্চ অথবা এপ্রিল নাগাদ লঞ্চ হতে পারে মারুতি সুজুকি ই ভিটারা।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.