বিক্রম ব্যানার্জী, কলকাতা: অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় বক্সিং জগতের কিংবদন্তি মেরি কমের (Mary Kom) সংসারে ভাঙন! 20 বছরের দাম্পত্য জীবনে তাহলে কি ইতি? কে অংলারের সাথে অবশেষ বিচ্ছেদের পথেই হাঁটলেন ভারতীয় বক্সার? সম্প্রতি জাতীয় খেলোয়াড়ের এমন খবরেই তোলপাড় নানা মহল। খোঁজ নিয়ে জানা গেল, স্বামী ওরফে ম্যানেজার কে অংলারের সাথে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন মেরি কম! ইতিমধ্যেই নাকি দুজনের মাথা গোজার ঠাঁই আলাদা হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সংসার ভাঙছে মেরি কমের?
ভারতীয় তারকা মেরি কমের সাংসারিক জীবন নিয়ে ইতিমধ্যেই কাটা ছেঁড়া শুরু করেছেন নেট নাগরিকরা। শোনা যাচ্ছে, স্বামী কে অংলারের সাথে নাকি আর থাকতে পারছেন না ভারতীয় বক্সার! সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি দুজনে আলাদা আলাদা থাকতে শুরু করেছেন। কিন্তু কেন আচমকা ঘরে গেল অলিম্পিক্স পদকজয়ীর ভাগ্যের চাকা?
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, মেরি কমের দাম্পত্য জীবন শেষ হওয়ার নেপথ্যে থাকতে পারে আর্থিক সমস্যা। এছাড়াও নেট মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মেরি কম নাকি পরপুরুষের প্রেমে আসক্ত। আর তাই হয়তো স্বামী অংলারের সাথে আর সাংসারিক জীবনে এগিয়ে নিয়ে যেতে চাইছেন না তিনি!
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আইনি বিচ্ছেদ হয়নি
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মেরি কম নাকি বহু আগেই স্বামীর সাথে না থাকার ভাবনা চিন্তা করে নিয়েছেন। জানা গিয়েছে, মেরি নাকি ইতিমধ্যেই সন্তানদের সাথে ফরিদাবাদ চলে গিয়েছেন। অন্যদিকে স্বামী অংলার তাঁর পরিবারের সাথে দিল্লিতে সময় কাটাচ্ছেন।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নির্বাচনের পরপরই নাকি মেরি ও অংলারের মধ্যে সাংসারিক কলহ বাড়ে। শোনা যায়, প্রচারের জন্য কমপক্ষে 3 কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছিল তাদের। আর এই ঘটনার পরই স্বামী পরাজিত হতেই প্রতিদিন নিত্য ঝামেলা লেগেই থাকতো।
সূত্র বলছে, রাজনৈতিক জীবনে পা রাখার কোনও রকম ইচ্ছে ছিল না অংলারের। শুধুমাত্র মেরির ইচ্ছেতেই এই ময়দানে পা রেখেছিলেন তিনি। মেরির এক ঘনিষ্ঠ নাকি এও জানিয়েছেন, দুজনের মধ্যে সম্পর্কের ফাটল অনেকটাই চওড়া হয়েছে। এখন নাকি একে অপরের সাথে দেখাও করেন না তাঁরা। যদিও আইনি পদ্ধতিতে এখনও বিচ্ছেদ হয়নি মেরি ও অংলারের।
অবশ্যই পড়ুন: যে ৪ কারণে জামশেদপুরকে গুঁড়িয়ে ফাইনালে মোহনবাগান
প্রসঙ্গত, প্রথমবারের মতো দিল্লিতে আলাপ হয় মেরি ও অংলারের। সেবার নাকি দুজনের প্রথম সাক্ষাতে মেরির ব্যাগ চুরি হয়ে গিয়েছিল। আর সেই সময়ে সাহায্যের জন্য একেবারে জীবন বাজি রাখেন অংলার! এরপর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব, ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়লে শুরু হয় প্রেম পর্ব।
এবং সবশেষে 2005 সালে একে অপরকে বিয়ে করেন মেরি-অংলার। বিয়ের ঠিক দু’বছর পর যমজ সন্তানের অভিভাবক হন তাঁরা। উল্লেখ্য, 2012 সালে অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি। বলে রাখি, 2014 সালে মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছিলেন মেরি কম।