লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Matter Aera Electric Bike Launched: বিশ্বের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ হল ভারতে, Matter Aera এক চার্জে চলবে ১৭০ কিমি

Published on:

Matter Aera Electric Bike Launched: আহমেদাবাদের ম্যাটার মোটর্স তাদের নতুন ইলেকট্রিক বাইক ‘ম্যাটার আেরা’ আজ বেঙ্গালুরুতে লঞ্চ করল। এই বাইকটির মূল আকর্ষণ এর গিয়ার সিস্টেম। এটি বিশ্বের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক। সাধারণত ইলেকট্রিক বাইকগুলোতে গিয়ার সিস্টেম দেখা যায় না, কিন্তু ম্যাটার আেরা এই ধারণায় পরিবর্তন এনেছে।

Matter Aera ইলেকট্রিক বাইকের ফিচার এবং দাম

ম্যাটার আেরা ১০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং ৪-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ এসেছে। এতে ইকো, সিটি এবং স্পোর্ট মোড উপস্থিত। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, বাইকটি মাত্র ২.৮ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে।

READ MORE:  Honda BigWing Motorcycles Price: স্টক খালি করতে ছাড় দিচ্ছে Honda, 10 হাজার টাকা সস্তায় কিনুন পছন্দের বাইক | Honda BigWing Discount

এই ইলেকট্রিক বাইকটির দাম ১.৮৮ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। তবে প্রথম ৫০০ ক্রেতা ১.৭৪ লাখ টাকায় এটি কিনতে পারবেন। পাশাপাশি ক্রেতারা ব্যাটারির উপর লাইফটাইম ফ্রি ওয়ারেন্টি পাবেন।

Matter Aera ইলেকট্রিক বাইকের পাওয়ার, পারফরম্যান্স এবং রেঞ্জ

ম্যাটার আেরা বাইকে ৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা IP67 সার্টিফাইড রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি ধুলো, জল এবং সূর্যের তাপ থেকে সুরক্ষিত। এই বাইকটি ফুল চার্জে ১৭২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এই ব্যাটারি সাধারণ চার্জারে ৫ ঘণ্টায় ০ থেকে ৮০% এবং ফাস্ট চার্জারে ১.৫ ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়।

READ MORE:  নেক্সন-পাঞ্চের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি নিয়ে মরিশাসে পা রাখল টাটা মোটরস

ব্যবহারের খরচ কম

ম্যাটার আেরা ইলেকট্রিক বাইক চালানোর খরচ অত্যন্ত কম। সংস্থার দাবি, এর রানিং কস্ট মাত্র ২৫ পয়সা প্রতি কিলোমিটার, অর্থাৎ ২০ টাকা খরচ করলে ৮০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। সংস্থার হিসাব অনুযায়ী, এই বাইকটি সাধারণ পেট্রোল বাইকের তুলনায় ৩ বছরে প্রায় ১ লাখ টাকা পর্যন্ত সাশ্রয় করবে।

ফিচার

ম্যাটার আেরা ডিজাইনে অত্যন্ত স্পোর্টি। এতে আছে ৭ ইঞ্চি টাচস্ক্রীন ডিসপ্লে। এখানে বাইকের স্পিড, ব্যাটারি রেঞ্জ, কল, এসএমএস, এবং নেভিগেশনসহ বিভিন্ন তথ্য দেখা যাবে। বাইকটি স্মার্টফোনের সাথে সংযুক্ত করা সম্ভব। এতে ওভার-দ্য-এয়ার (OTA) আপডেটের সুবিধা আছে।

READ MORE:  কম দামে ইলেকট্রিক বাইক লঞ্চ করে চমকে দিল Ola, ফুল চার্জে 250 কিমির বেশি রেঞ্জ!

বৈদ্যুতিক বাইকটির সেফটি ফিচারের কথা বললে, এতে ডুয়েল ডিস্ক ব্রেক এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) সহ টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং ডুয়েল-রিয়ার সাসপেনশন উপস্থিত। এছাড়া, এটি রিমোট লক, জিও ফেন্সিং এবং সার্ভিস অ্যালার্টের মতো ফিচার সহ এসেছে।

বুকিং এবং ডেলিভারি

ম্যাটার মোটর্স জানিয়েছে যে, বাইকটির প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বর্তমানে ৪০,০০০ এর বেশি অনুরোধ জমা পড়েছে। খুব শীঘ্রই এই বাইকের ডেলিভারি শুরু হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.