MIS Scheme: স্বামী-স্ত্রী একসঙ্গে করুন পোস্ট অফিসে বিনিয়োগ, প্রতিমাসে মিলবে ৯২৫০ টাকা পেনশন | India Post Monthly Pension Scheme
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বিনিয়োগের জন্য বাজারে প্রচুর স্কিম রয়েছে। তবে অনেকে এখনও সেই পোস্ট অফিসের স্কিমের উপরেই ভরসা করেন। আর আপনি যদি একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের পরিকল্পনা খুঁজে থাকেন, তাহলে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প (Monthly Income Scheme – MIS) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এই স্কিমে বিনিয়োগ করলে আপনি এবং আপনার স্ত্রী একসঙ্গে প্রতি মাসে ৯,২৫০/- টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চলুন আজকের প্রতিবেদনে এই স্কিম সম্পর্কিত বিস্তারিত জেনে নিই।
ভারতীয় পোস্ট অফিস দ্বারা পরিচালিত পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (MIS Scheme) একটি সুরক্ষিত বিনিয়োগের স্কিম, যেখানে বাজারের ওঠানামার কোনরকম প্রভাব পড়ে না। যদি আপনি প্রতি মাসে নিশ্চিত রিটার্ন সহ দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই স্কিমটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
সবথেকে বড় সুবিধা হল বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে ৭.৪% হারে সুদ দেওয়া হচ্ছে, যা অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই চড়া। এই স্কিমে একক বা যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে। যদি একক অ্যাকাউন্টে বিনিয়োগ করতে চান তাহলে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এখান থেকে আপনি প্রতি মাসে ৫,৫৫০/- টাকা আয় করতে পারবেন। তবে যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগ করলে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং এক্ষেত্রে প্রতি মাসে ৯,২৫০/- টাকা করে আয় করতে পারবেন। অর্থাৎ, প্রতি বছরে আপনার ১,১১,০০০/- টাকা সুদ হবে।
যারা এই স্কিমে মূলধন বিনিয়োগ করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই স্কিমে টাকা লগ্নি করলে ৫ বছরের জন্য লক-ইন পিরিয়ড থাকে। অর্থাৎ, ৫ বছর মেয়াদ শেষ হলে আপনি আপনার বিনিয়োগের মূলধন তুলে নিতে পারবেন।
বাজারে বিনিয়োগ করার জন্য হাজার হাজার স্কিম রয়েছে। সে শেয়ারমার্কেট বলুন, ব্যাংকের FD স্কিম বলুন বা অন্য কিছু। তবে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে বিনিয়োগ করলে প্রথমত, বাজারের ওঠানামা নিয়ে কোন ঝুঁকি থাকে না। অর্থাৎ, আপনার মাসিক আয় এখানে নিশ্চিত। দ্বিতীয়ত, সহজেই পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের জন্য অ্যাকাউন্ট করা যায় এবং বিনিয়োগের উপর অতিরিক্ত কোন চার্জ দরকার হয়না। তাই এই স্কিমটি অন্যান্য সব স্কিমের তুলনাই সেরা।
তাই যদি আপনি নির্ভরযোগ্য একটি আয়ের ব্যবস্থা করতে চান, তাহলে পোস্ট অফিসের মাসিক আয় স্কিমে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন। কারণ এই স্কিমটি স্বল্পমেয়াদে প্রচুর পরিমাণে রিটার্ন দেয় এবং সুরক্ষিতভাবে ভবিষ্যৎকে সাজিয়ে তোলে।
মোটোরোলার নতুন মিড-রেঞ্জ ফোন Motorola Edge 60 Fusion ভারতে আজ লঞ্চ হল। এই স্মার্টফোনে অনেক…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার রেকর্ড গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ২০২৪-২৫ অর্থবছরটি কলকাতা মেট্রোর…
সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর। Motorola অবশেষে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto…
শ্বেতা মিত্র, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর অপেক্ষা করছে। যারা মহার্ঘ ভাতা বৃদ্ধির…
রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর কয়েকটা মাস। তাই জনগণের নজর…
This website uses cookies.