বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। নাইটদের জার্সি গায়ে তাবড় তাবড় ব্যাটারদের উইকেটে থাবা বসিয়েছিলেন এই অজি পেসার। তবে এবছর তিনি অন্য ঠিকানায়। IPL 2025 মরসুমে তাঁকে দলে নিয়েছে DC। তাই দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরুটা একেবারে রাঙিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। দিল্লির হয়ে দ্বিতীয় ম্যাচেই খেল দেখালেন প্রাক্তন নাইট তারকা। সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে কার্যত একার হাতে পরাস্ত করলেন তিনি। নতুন দলে ভিড়েই তুলে নিলেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আগুন ঝরিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলে নিলেন স্টার্ক
রবিবাসরীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স থেকে বেরিয়ে এসেই দিল্লির হয়ে অজি পেসারের এমন ফর্ম কল্পনাও করতে পারেননি ভক্তরা। তবে যা ভাবা যায় না, সেই কাজই তো করে দেখাতে সিদ্ধহস্ত স্টার্ক। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানদের একার দায়িত্বে ফুটিয়েছেন তিনি।
দিল্লির হয় 5 উইকেট ভেঙে গতকালই পার্পল ক্যাপ মাথায় তুলেছেন এই অস্ট্রেলিয়ান পেসার। বলে রাখি, বিদেশি বোলার হিসেবে একমাত্র স্টার্কই দিল্লির হয় 5 উইকেট তুলে নজির গড়েছিলেন। যদিও এর আগে, 2008 সালে দিল্লির হয়ে অমিত মিশ্র ডেকান চার্জার্সদের বিরুদ্ধে 5 উইকেট ভাঙেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কাজেই বলা যায়, নাইটদের দলে জায়গা না পাওয়ায় এবারে যেন সেই আক্ষেপ দিল্লির হয়ে 22 গজেই দেখাচ্ছেন অজি তারকা। বলা বাহুল্য, এদিন মাত্র 3.4 ওভার বল করেই, স্বদেশী ট্র্যাভিস হেড, ঈশান কিশান, নীতিশ রেড্ডি, উইয়ান মাল্ডার ও হর্ষল প্যাটেলের উইকেট ভাঙেন স্টার্ক।
অবশ্যই পড়ুন: ইডেনে ৮ তারিখের ম্যাচে KKR ভক্তদের জন্য বড় চমক! হাতছাড়া করলেই ক্ষতি
অভিজ্ঞতা ভাগ করে নিলেন স্টার্ক…
গতকাল হায়দরাবাদের বিপক্ষে জয় নিশ্চিত করে ক্যামেরার মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ান পেসার স্টার্ক বলেন, গোটা দিনটা ভালই কাটল। আজ সব দিকেই আমরা ভাল খেলেছি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি অহংকার করা উচিত নয়। কে যানে, কখন পরিস্থিতি বদলে যায়! সব সময় নতুন কিছু চেষ্টা করতে হয়, অভিজ্ঞতা যতই থাক বলে পার্থক্য আনতে হয়। সবকিছুই আজকের ম্যাচে কাজ করেছে। অস্ট্রেলিয়ান তারকা আরও বলেন, দিল্লির নতুন ও তরুণ প্লেয়ারদের সাথে খেলার সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে আগে কখনও খেলিনি। নতুনদের সঙ্গে খেলার অভিজ্ঞতা দরুণ।