লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mithijhora: রাইয়ের জীবনে নয়া বিপদ, TRP-তে ঝড় তুলতে বড় চমক ‘মিঠিঝোরা’য় | Mithijhora Serial New Twist Rai lost her Memory

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দর্শকদের অত্যন্ত পছন্দের বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হল জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora)। শুরু থেকেই একেরপর এক টুইস্ট রয়েছে গল্পে। নিজের ভালোবাসাকে ত্যাগ দিয়ে পরিবারের জন্য বারেবারে লড়াই করলেও রাইয়ের কপালে শুধুই অপমান জুটেছে। বাড়ির লোক থেকে শুরু করে স্বামী অনির্বাণ পর্যন্ত ভুল বুঝছে। এদিকে নিজের বোন নীলুই দিদির জীবন তছনছ করার জন্য উঠে পরে লেগেছে। তবে এবার জানা যাচ্ছে স্মৃতি শক্তি হারাতে চলেছে রাই।

মিঠিঝোরা ধারাবাহিকে নয়া চমক

গল্পে রাই ও অনির্বান চরিত্রে আছেন আরাত্রিকা মাইতি ও সুমন দে। এছাড়া রাইয়ের দুই বোন হিসাবে দেখা যাচ্ছে, দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তীকে। যারা নিয়মিত দর্শক তাঁরা জানেন চাকরির জন্য শহর ছেড়ে যাচ্ছে রাই। যদিও এই খবর বোন নীলু ছাড়া আর কাউকেই তেমনভাবে জানায়নি সে। এই সুযোগেই রাইকে কিডন্যাপ করিয়েছে নীলু। ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে গিয়ে তোলা হয়েছে গোপন এক আস্তানায়। যদিও যাওয়ার পথে অনির্বানের সাথে একবার দেখা হয়েছিল তবে ভুল বোঝাবুঝির জেরে একেঅপরকে এড়িয়ে গিয়েছিল দুজনেই।

READ MORE:  Sourav In Bigg Boss: দাদাগিরি ছাড়ছেন দাদা! এবার নতুন রূপে বস হিসেবে দেখা যেতে পারে সৌরভকে | Sourav Ganguly In New Show

চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিডন্যাপ করে অনির্বান রাইকে বাড়িটা লিখে দিয়েছে সেই কাগজে সই করার জন্য জবরদস্তি করা হচ্ছে রাইয়ের সাথে। সই না করলে আঙুলের নখ এক এক করে উপরে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। যদিও শেষ অবধি সই করেনি সে।

স্মৃতি শক্তি হারাবে রাই

রাতে হাজার চেষ্টা করলেও রাইকে দিয়ে সই করাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। এরপর সকাল হতেই বাথরুম করার বাহানায় কোনো মতে কিডন্যাপারদের থেকে পালায়। যদিও দুষ্কৃতীরা তাকে তাড়া করে পিছন থেকে, আর তখনই একটা গাড়ির সামনে পড়ে যায় রাই। গাড়িতে মাথায় ধাক্কা লেগে জ্ঞান হারায় সে। এরপর যখন চোখ খুলল তখন হাসপাতালে দেখা যাচ্ছে রাইকে, এখানেই এল বড় টুইস্ট।

READ MORE:  Sapna Chaudhary: লাল স্যুট পরে বোল্ড ডান্স স্বপ্না চৌধুরীর, টাকার বর্ষণ করলেন কাকা

চোখ খোলার পর ডাক্তার সবার আগে নাম জিজ্ঞাসা করে। কিন্তু তখন রাই জানায়, যে তার কিছুই মনে নেই এমনকি না নামটাও। অৰ্থত মাথায় আঘাত পাওয়ার জেরে স্মৃতিশক্তি হারিয়েছে রাই। তবে কি আর রাই বাড়ি ফিরতে পারবে না? অনির্বানের সাথে ভুল বোঝাবুঝি মিটবে না? দর্শকদের মনে এমন হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ও চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

READ MORE:  Sapna Chaudhary: ‘ইয়ার ভিলেজার’ গানে জমকালো নাচ স্বপ্না চৌধুরীর, ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে!
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.