বিক্রয় ব্যানার্জী, কলকাতা: রোজা ভেঙে তোপের মুখে ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)! মঙ্গলবার সমস্ত বাধা কাটিয়ে অজিদের বুকে তীর নিক্ষেপ করেছে ভারত। যার জেরে ইতিমধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আসন পাকা করে ফেলেছেন রোহিত শর্মারা। আর এই ম্যাচেই অস্ট্রেলিয়ার 3 উইকেট ভেঙে সেমিফাইনালের নায়ক হয়ে উঠেছেন শামি। এবার তাঁকে নিয়েই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন নেট নাগরিকরা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রোজা ভেঙেছেন শামি?
চলতি চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে টিম ইন্ডিয়ার সাফল্যের মাঝেই দলের অন্যতম অস্ত্র মহম্মদ শামিকে নিয়ে শুরু হয়েছে জোরালো সমালোচনা। জানা গিয়েছে, তিনি নাকি রোজা ভেঙে দলের হয়ে খেলতে নেমেছিলেন! উল্লেখ্য, গত 1 মার্চ থেকে মুসলিম সম্প্রদায়ভুক্তদের রমজান মাস শুরু হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী এই মাসে রোজা রাখতে হয় ইসলাম ধর্মালম্বীদের। তবে সেই নিয়মই নাকি লঙ্ঘন করেছেন শামি।
সম্প্রতি নেট দুনিয়ায় মহম্মদ শামির জল পানের একটি ছবি ভাইরাল হয়েছে। আর তা দেখেই ভারতীয় তারকার বিরুদ্ধে তোপ দেগেছেন নেট নাগরিকদের একটা বড় অংশ। তাদের অভিযোগ, শামি নাকি ইসলাম ধর্মের বিরোধিতা করছেন। ইসলাম ধর্মালম্বী হয়েও নিজস্ব রীতিনীতি গুলি ভুলে গিয়েছেন ভারতীয় তারকা! তিনি রমজানের নিয়ম ভেঙ্গে জল পান করেছেন এই অভিযোগ নিয়েই শামিকে এক প্রকার কাঠগড়ায় তুলেছে, নেট পাড়ার বাসিন্দারা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নেট নাগরিকদের প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ চলাকালীন শামিকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা যায়, আর সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় হই হই পড়ে গিয়েছে। নেট নাগরিকদের দাবি, ধর্মীয় রীতিনীতি ভুলে গিয়েছেন শামি। তিনি দেশপ্রেমে এতটাই মুগ্ধ যে নিজের ধর্মের রীতি রেওয়াজ গুলি গুলে খেয়েছেন! এমন সমালোচনাতেই সম্প্রতি সরগরম নেট পাড়া।
What kind of Muslim you are Mohammad Shami ,if you are not fasting at-least respect Ramdan.🥲💔 pic.twitter.com/b9XLMtZPFS
— Abubakar Khan (@abubakarmemer) March 4, 2025
অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন শামির জল পানের ছবি দেখে এক নেট নাগরিক লিখেছেন, হাসিম আমলার কাছ থেকে কিছু শিক্ষা নিন। রমজানের সময় উনি উপোস রেখেই দলের জন্য দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। শামির জল পানের ছবি দেখে আর এক নেট নাগরিক লিখেছেন, আপনি কেমন মুসলমান? রমজানে উপোস করতে পারেননি ঠিক আছে! অন্তত এই শুভ রমজানকে সম্মান তো করুন! সব মিলিয়ে শামির জল পানে সমালোচনার নতুন মেজাজ খুঁজে পেয়েছেন নেট নাগরিকরা।
প্রসঙ্গত, ইসলাম ধর্ম অনুযায়ী,রমজান মাসের সকালবেলাটা সেহরি দিয়ে শুরু করেন ইসলামধর্মালম্বীরা। এরপর একেবারে সন্ধ্যার পর ইফতার সারেন তারা। এই ইফতারের মাধ্যমেই রোজা খোলা হয়। বলে রাখি, সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত গোটা সময় সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে হয় মুসলমান নামে খ্যাত ব্যক্তিদের। অভিযোগ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের দিন নাকি এই ইসলামিক নিয়মই ভঙ্গ করেছেন ভারতীয় তারকা।