Mohammedan Vs Odisha FC: মহামেডানের হাতে ইস্টবেঙ্গলের ভাগ্য! এমনটা হলে সুপার সিক্স প্রায় পাকা | ISL East Bengal Situation
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুযোগ নষ্টের রোগে ভুগছে ওড়িশা এফসি (Odisha FC)। এদিকে দলে দক্ষ বিদেশির অভাব। আর সেই সুযোগকে সামনে রেখেই জয়ের গন্ধ পাচ্ছে মহামেডান (Mohammedan)। তাতে লাভ হবে অবশ্য ইস্টবেঙ্গলের। শুক্রবার ঘরের মাঠে মহামেডান ওড়িশা বধ করতে পারলে ইস্টবেঙ্গলের ভাগ্যে নতুন পালক জুড়বে। কিন্তু উল্টো ঘটনা ঘটলে সুপার সিক্সে ওঠার আশা ক্ষীণ হয়ে আসবে লাল হলুদের। ফলত, শুক্রবার নিজেদের পাশাপাশি প্রতিদ্বন্ধী ইস্টবেঙ্গলের হয়েও লড়তে হবে মহামেডানকে।
এমনিতেই দলের ছেলেদের ছন্নছাড়া ফুটবল ওড়িশার বুকে ধারালো অস্ত্রের আনাগোনা বাড়িয়েছে। সেই সাথে রয়েছে সুযোগ নষ্টের রোগ। রক্ষণভাগ ধরে রেখে আক্রমণ শানাতেও একপ্রকার হাঁপিয়ে ওঠে ওড়িশার ছেলেরা। এমতাবস্থায় মহামেডানের বিরুদ্ধে মাঠে নামার আগে বিদেশিদের অভাবে চোখে সর্ষের ফুল দেখছে ওড়িশা। কার্ড সমস্যার কারণে দলে নেই হুগো বুমোস ও মুর্তদা ফল।
চোটের কারণে অনিশ্চিত দিয়েগো মরিসও। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে দল থেকে সরে দাঁড়িয়েছেন আহমেদ জাহু। এহেন আবহে ওড়িশার পথে কাঁটা ছড়ানোর কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে মহামেডান পক্ষে। দলের রক্ষণ সামলে শুক্রবার মাঝ মাঠের লড়াইয়ে ওড়িশাকে বলে বলে টেক্কা দিতে পারে কলকাতার ঐতিহ্যবাহী দল মহামেডান। সেরা ছয়ে নিজেদের জায়গা পোক্ত করতে হয়তো সেটাই মনেপ্রাণে চাইছে অস্কারের দল।
বুধবার ঘরের মাঠে নিজাম বধ করেছে ইস্টবেঙ্গল। আর এই সাফল্যের পরই নতুন করে সুপার সিক্সে ওঠার স্বপ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে অস্কারদের। রিপোর্ট বলছে, 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের 8 নম্বরে লাল হলুদ। ফলত, সুপার সিক্সে আসন পাকা করতে আগামী দুই ম্যাচেই জয়ের পতাকা ওড়াতে হবে মশাল ব্রিগেডের ছেলেদের। এমতাবস্থায়, প্লে অফের দৌড়ে একপ্রকার জটিল অঙ্কে পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল।
সূত্র বলছে, শুধুমাত্র আসন্ন দুই ম্যাচ জিতেই সুপার সিক্স নিশ্চিত করতে পারবে না লাল হলুদ। সে জন্য প্রয়োজন ওড়িশা থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড অথবা মুম্বই সিটি এসসির মতো দলগুলির অন্তত 1টি ম্যাচে পরাজয়। আর সেই সূত্র ধরেই, শুক্রবারের ম্যাচে ওড়িশা বধের কাজটা যদি একবার মহামেডান করে ফেলে সেক্ষেত্রে 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে দৌড়তে হয়ে থাকা ইস্টবেঙ্গল সুপার সিক্সের রাস্তায় আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, চোট কাটল বুমরাহর! চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি?
কীভাবে? সূত্র অনুযায়ী, ওড়িশা জিতলে 23 ম্যাচে 31 পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে লাল হলুদ যদি তার পরবর্তী ম্যাচে যেতে তবে তাদের পয়েন্ট থাকবে 30। তাই লাল হলুদের লক্ষ্যে ওড়িশাকে 29 পয়েন্টেই আটকে রাখা। আর সে জন্য শুক্রবারের ম্যাচে মহামেডান হয়ে প্রার্থনা করতে হবে তাদের। কেননা, ইস্টবেঙ্গলের বাঁচা মরা এখন একপ্রকার তাদের হাতেই।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
This website uses cookies.