Mohan Bagan Vs Bengaluru FC: জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগল মোহনবাগান! ফাইনালের আগেই জোর ধাক্কা ছেত্রী শিবিরে | 2 Bengaluru Footballers Uncertain For Final
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিন পেরোলেই বহু প্রতীক্ষিত ISL ফাইনাল। মহাযুদ্ধের রণক্ষেত্র এবার সবুজ মেরুনের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার সেখানেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে বাগান। ফাইনালের কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহরে পা পড়েছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ছেলেদের।
হাতে মাত্র একটা দিন, তাই লিগশিল্ড জয়ীদের বিরুদ্ধে ঘাম ছোটানো অনুশীলন করছে জেরার্ড জারাগোজার দল। এহেন আবহে ম্যাচের প্রাক্কালে বড় ধাক্কা খেলো বেঙ্গালুরু! সূত্রের খবর, চোট সমস্যার কারণে অনিশ্চিত হয়ে পড়লেন দুই দিকপাল তারকা।
চিরশত্রু বাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তাই তড়িঘড়ি কলকাতায় এসে জোর অনুশীলন সারছেন ছেত্রীরা। দলে চোটের সমস্যা বহু আগে থেকেই। এবার সেই পুরনো ক্ষততেই ফের আঘাত পেল বেঙ্গালুরু! সূত্রের খবর, বর্তমানে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় জর্জরিত দলের তারকা মিডফিল্ডার সুরেশ সিং। যার জেরে ফাইনালে আগে একেবারে জোর ধাক্কা খেয়েছে কর্নাটকের এই দল।
সূত্রের খবর, বৃহস্পতিবার দলের ফিজিক্যাল ট্রেনিংয়ে দেখা মিললেও অনুশীলনে নামেননি তিনি। ফলত, চোট গুরুতর হওয়ায় ফাইনালের মঞ্চে অনিশ্চিত হয়ে পড়লেন সুরেশ। একই সাথে, চোটের কারণে অনিশ্চয়তা বেড়েছে দলের আরেক বিশ্বস্ত তারকা রাহুল ভেকে-কে নিয়ে। খোঁজ নিয়ে জানা গেল, ভেকে কিছুটা ফিট হলেও তাঁকে নিয়ে নাকি সাহসী সিদ্ধান্ত নিতে চাইছে না ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যাবে শত্রু, ভারতের এই মারণ অস্ত্রকে ভয় পায় বিশ্ব
ফলত, ISL ফাইনালে, বাগানের ঘরের মাঠে দুই তারকাকে ছাড়া লড়াইটা বেঙ্গালুরুর পক্ষে যে যথেষ্ট কঠিন হতে চলেছে, একথা আপাতত বুঝে গিয়েছেন অনেকেই। ওয়াকিবহাল মহলের দাবি, শনিবার বেঙ্গালুরুর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে লাভের গুড় খেতে চাইবে মোহনবাগান।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.