Mohun Bagan: এবার বেঙ্গালুরুর ঘর ভাঙছে মোহনবাগান! সবুজ মেরুনের নজরে তাবড় ফুটবলার | Mohun Bagan May Sign Naorem Roshan Singh
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পরই যেন খিদেটা বেড়ে গিয়েছিল মোহনবাগানের(Mohun Bagan)। আর সেই খিদে নিয়েই ইন্ডিয়ান সুপার লিগে ঝাঁপিয়ে পড়ে সবুজ মেরুন। যদিও প্রথমদিকে মুম্বই সিটি এফসির কাছে ধাক্কা খেয়ে উঠতে হয়েছিল শুভাশিস বসুদের। শুরুর দিকে পারফরমেন্স খুব একটা চমকপ্রদ না হলেও ধীরে ধীরে ভোল বদলায় কলকাতা ময়দানের এই প্রধান।
যার জেরে গোটা মরসুমে প্রতিপক্ষকে জাত চিনিয়ে টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের পর শনিবার ঘরের মাঠে মেগা ফাইনালে ভারতীয় ফুটবলের নায়ক সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে একেবারে মাঠে বসিয়ে দিয়েছে মোলিনার দল। শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ কাপ নিশ্চিত করার পাশাপাশি এখন আগামী মরসুমের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে সবুজ মেরুন। আর সেই সূত্র ধরেই জানা গেল, প্রধান মঞ্চের শত্রু বেঙ্গালুরুর এক তাবড় ফুটবলারে নাকি চোখ পড়েছে বাগানের।
সদ্য শেষ হল ISL। 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। প্রথম দিনেই আই লিগের শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান। এহেন আবহ, ISL জিতেই আগামী মরসুমের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে গঙ্গা পাড়ের ক্লাব। সূত্রের খবর, দীর্ঘ বেশ কয়েক মাস ধরেই আসন্ন নতুন মরসুমের জন্য বহু দেশি-বিদেশি ফুটবলারের খোঁজ চালাচ্ছে বাগান। এমন আবহে কানে আসছে বড় খবর। জানা যাচ্ছে, শনিবারের প্রতিপক্ষ বেঙ্গালুরুর তাবড় তারকাকে দলে টানতে চাইছে সবুজ মেরুন।
অবশ্যই পড়ুন: মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলকে তুলোধোনা প্রাক্তনীদের!
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ মরসুমের শক্তি বাঁচিয়ে রেখে আসন্ন সিজনে ঝাঁপিয়ে পড়বে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে তার আগে নাকি দল গোছাতে বেঙ্গালুরু এফসির তুখড় ফুটবলার নাওরেম রোশন সিংকে মনে ধরেছে বাগান কর্তাদের। শোনা যাচ্ছে, জেরার্ড জারাগোজার দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার সিংকে যত দ্রুত সম্ভব দলে ভেড়াতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
তবে সূত্রের খবর, 26 বছর বয়সি এই তরুণ ফুটবলারের সাথে আপাতত আগামী বছরের মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে বেঙ্গালুরুর। কাজেই তাঁকে দলে টানতে গেলে অতিরিক্ত ট্রান্সফার ফি খরচ করতে হবে গঙ্গা পাড়ের ক্লাব কর্তাদের। সেই সাথে, নাওরেম রোশন সিংয়ের মতো একজন বিশ্বস্ত খেলোয়াড়কে বেঙ্গালুরু আদৌ ছাড়বে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। কাজেই দেখার, ছেত্রীদের সতীর্থ তরুণ ফুটবলারকে দলে নিতে আগামী দিনে কোন পথে হাঁটে মোহনবাগান।
কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে iQOO Z10x 5G। আর আজ ২২ এপ্রিল ফোনটি প্রথমবার সেলে…
কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামের বৈসরান এলাকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এক…
প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল থেকে এসএসসি ভবনের সামনে ধর্না দিয়েই চলেছে চাকরিহারারা। সোমবারই এসএসসি- র…
পশ্চিমবঙ্গের রেশন কার্ড (Ration Card) ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আসছে। এবার অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY)…
আজ মঙ্গলবার চীনে লঞ্চ হল Honor X60 GT স্মার্টফোন। এটি মিড রেঞ্জে এসেছে। এই ফোনে…
সহেলি মিত্র, কলকাতা: আপনার কাছেও কি ৫০০ টাকার নোট (500 Rs Note) আছে? তাহলে এখুনি…
This website uses cookies.