Mohun Bagan: সেমির আগে জামশেদপুরকে হুমকি বাগান কোচের | Molina Gives Shout Out To Jamshedpur FC
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানকে ভয় পাওয়া উচিত জামশেদপুরের, সম্প্রতি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্যই করেছেন বাগানের (Mohun Bagan) স্প্যানিশ কোচ হোসে মোলিনা। গত রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডকে উড়িয়ে বাগানের শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে, খালিদ জামিলের জামশেদপুর। ফলত, আসন্ন সেমির দুই লেগের আগে যাবতীয় পরিকল্পনা সেরে নিচ্ছে দুই দল। এমতবস্থায়, প্লে অফের প্রাক্কালে প্রতিপক্ষ জামশেদপুরকে সরাসরি হুমকি দিয়ে বসলেন সবুজ মেরুন কোচ মোলিনা!
আগামীকাল অর্থাৎ 3 এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগ প্লে অফের প্রথম লেগে সম্মুখসমরে উপস্থিত হবে টেবিল টপার মোহনবাগান ও জামশেদপুর এফসি। দুই দলই গ্রুপ পর্বের ম্যাচগুলিতে গোছানো ফুটবল খেলে শক্তি সঞ্চয় করেছে। শেষ রবিবার নকআউট পর্বের ম্যাচে নর্থইস্টকে উড়িয়ে সেমির আসন পাকা করেছে খালিদের দল। অন্যদিকে বহু আগে লিগ শিল্ড জিতে দুরন্ত ফুটবল খেলে সেমিতে জায়গা নিশ্চিত করে নিয়েছিল সবুজ মেরুন।
শেষ চারের লড়াইয়ে জায়গা পাকা করে শক্ত প্রতিপক্ষের খোঁজ করছিল মোলিনার দল। অবশেষে নর্থ ইস্ট বধ করা জামশেদপুরকে মাঝমাঠে টেক্কা দিতে হবে তাদের। কাজেই বাড়তি চাপ থাকার কথা, তবে কোচ মোলিনা যা বললেন তাতে বাগান যে আত্মবিশ্বাসী সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে। ঠিক কী বলেছেন মোলিনা?
3 এপ্রিলের মহারণের আগে কলকাতায় সাংবাদিক সম্মেলনে সবুজ মেরুন কোচ হুঙ্কার ছেড়ে বলেন, জামশেদপুরের উচিত মোহনবাগানকে ভয় পাওয়া।
প্লে অফ নিয়ে কী ভাবছেন? সম্ভবত এমন প্রশ্নের উত্তরে বাগান কোচ জানান, ম্যাচ কঠিন হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। দলের ছেলেরা নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে। আশা করি, গোল সংখ্যা বাড়বে। আমরা শুধুমাত্র জেতার জন্য খেলি, ড্রয়ের জন্য নয়। কাপ জিততে চাই। দলের প্রতি আমার বিশ্বাস রয়েছে। এরপরই বাগানের স্প্যানিশ কোচ বলে বসেন, আমার মনে হয় ওদের আমাদেরকে ভয় পাওয়া উচিত। আমরা মোহনবাগান। আমাদের দলে একাধিক দুর্ধর্ষ প্লেয়ার রয়েছে।
প্রতিপক্ষকে নিয়ে কতটা চিন্তিত? মোহনবাগান পথপ্রদর্শকের কথায়, খালিদ জামিলের দল যথেষ্ট শক্তিশালী। আগামী ম্যাচ কঠিন হতে চলেছে। নকআউট পর্বে নর্থ-ইস্টের মতো দলকে হারিয়ে প্লে অফে উঠেছে তারা। এদিন সবুজ মেরুন কোচের কথায় বারবার উঠে এসেছিল, আগামী ম্যাচ কঠিন হতে চলেছে। তবে নিজের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।
অবশ্যই পড়ুন: শেষ হল দ্বন্দ্ব! ভারতে এশিয়া কাপ খেলতে আসছে পাকিস্তান দল
আসন্ন ম্যাচে প্রতিপক্ষ জামশেদপুর, তাই শত্রু শিবিরের কোচকে নিয়ে বাড়তি ভাবনা তো থাকবেই! যদিও মোলিনা জানিয়েছেন, প্রতিপক্ষের কোচ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। আমি ওকে সম্মান করি। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয়টা একেবারেই সহজ ছিল না। কঠিন ম্যাচে ও নিজেকে প্রমাণ করেছে। তবে আমি কোনও দিনই প্রতিপক্ষকে নিয়ে বিশেষ ভাবি না। আমার কাজ, নিজের দলে ফোকাস করা। এখনও সেটাই করছি।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.