Mohun Bagan: সেমির আগে তারকা প্লেয়ারকে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল মোহনবাগানের | Apuia's Injury Update
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে খেলতে গিয়েই চোট! অপুইয়াকে নিয়ে চিন্তা বাড়ল বাগানের (Mohun Bagan)। গত মঙ্গলবার AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছাত্রীদের সঙ্গ দিয়েছিলেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার। তবে গোলশূন্য ড্র ফলাফলের পরই বাগান তারকাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। যা ISL সেমিফাইনালের আগে কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে মোহনবাগান কর্তাদের।
গত 25 মার্চ, মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল ভারত-বাংলাদেশ। এদিন ভারতের বিরুদ্ধে ধারাবাহিক পরাজয়ের পর গোল করতে না পারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর দেখানো পথে হেঁটে ভারতকে আটকে দেয় বাংলাদেশ। যার জেরে যথেষ্ট সমালোচিত হয়েছেন সুনীল ছেত্রীরা।
এদিন বাগানের শুভাশিস বসুরা দূর্গ হয়ে দাঁড়িয়েছিলেন বলেই, বিপদ বাড়েনি ভারতের। শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জায়গা করে উঠতে না পারায়, গোলশূন্য হয়ে যায় ম্যাচ। শেষমেশ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই প্রতিদ্বন্দ্বীকে।
আর এই ম্যাচের পরই বাগান তারকা অপুইয়াকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবারের ম্যাচের পর কলকাতায় ফিরে আসা খেলোয়াড়ের ডান পায়ে চোট লক্ষ্য করা গিয়েছে। ফলত, জাতীয় দলে খেলতে গিয়ে তরুণ মিডফিল্ডারের চোট, এখন কার্যত, চিন্তার ওজন বাড়িয়েছে মোহনবাগানের।
ভারত-বাংলাদেশ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে তাঁকে। ডান পায়ে গভীর চোটও নজর এড়ায়নি কারোরই। এমতাবস্থায় বুধবার কলকাতায় ফিরতেই মোহনবাগান তারকা মিডফিল্ডারের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। শোনা যাচ্ছে, পায়ের স্ক্যান পর্ব থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর খেলোয়াড়ের পুনর্বাসন প্রক্রিয়া, ইতিমধ্যেই শুরু হয়েছে।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেমিফাইনালের একেবারে প্রাক্কালে জাতীয় দলে অপুইয়ার চোট নিয়ে যথেষ্ট বিরক্ত বাগানের শীর্ষ কর্তারা। শোনা যাচ্ছে বৃহস্পতিবার তাঁর এমআরআই করার কথা রয়েছে। এমন আবহে, সেমির মঞ্চে অপুইয়াকে খেলানো যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় থেকেই গেল। তবে বেশ কিছু সূত্র বলছে, তারকা মিডফিল্ডারকে দ্রুত ফিট করিয়ে খুব সম্ভবত 3 এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে নামাতে পারে সবুজ মেরুন।
অবশ্যই পড়ুন: বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের লিস্টে আমেরিকা, ভারতকে টেক্কা পাকিস্তানের! রইল তালিকা
আগামী 30 মার্চ জামশেদপুর এসসি ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে প্লে অফের লড়াই রয়েছে। এই ম্যাচে বিজয়ী দলের সাথে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান। এমতাবস্থায়, দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট, যথেষ্ট চিন্তা বাড়িয়েছে মোহনবাগানের।
কেননা, ইতিমধ্যেই বাগান ফরোয়ার্ড মনবীর সিং এবং ফুল-ব্যাক আশিস রাই চোটের কারণে বাইরে। ফলত, এমন পর্যায়ে একই কারণে অপুইয়াও যদি পুরোপুরি ছিটকে যান সে ক্ষেত্রে সেমির মঞ্চে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে গঙ্গা পাড়ের দল।
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC।…
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে…
This website uses cookies.