বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার জামশেদপুরের ঘরের মাঠে সেরা একাদশ নিয়ে নামতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)। তাই ব্যাকফুটে থেকেই বহু অপেক্ষিত সেমির প্রথম লেগে খালিদ জামিলের ছেলেদের কাছে হারতে হয়েছে সবুজ মেরুন বাহিনীকে। তবে ISL সেমিতে হেরেও বাগান কোচ মোলিনার মুখের হাসিতে ভাটা পড়েনি। শুভাশিস বসুদের পথপ্রদর্শক জানিয়ে দিয়েছিলেন, আসন্ন সেমিতে একেবারে নতুন রূপে ধরা দেবে মোহনবাগান।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বাগানের পরবর্তী সেমিফাইনাল কবে, কোথায়?
গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ফুটবল দেখিয়ে লিগ টেবিলের মগডালে জায়গা ধরে রেখেছে সবুজ মেরুন। তবে সবার শীর্ষে থেকেও খালিদ জামিলের জামশেদপুরকে শায়েস্তা করতে পারল না কলকাতা ময়দানের এই প্রধান। বরং প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল দেখিয়ে ম্যাচের একেবারে শেষ লগ্নে বাগানের অস্বস্তিতে নতুন পালক জুড়ে দিয়ে গেছেন জামিল।
কাজেই আসন্ন সেমির জন্য অপেক্ষা করা ছাড়া, আর দ্বিতীয় কোনও বিকল্প নেই মেরিনার্সদের। সেই সূত্র ধরেই সূত্র ধরেই রাখি, ইন্ডিয়ান সুপার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 7 এপ্রিল, সোমবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী জামশেদপুরের বিরুদ্ধে হিসেব মেটানোর লড়াইয়ে নামবে বাগান। ভারতীয় সময় অনুযায়ী, আগামী সোমবার সন্ধ্যা 7:30 মিনিটে শুরু হবে দুই চেনা প্রতিদ্বন্দ্বীর মহাযুদ্ধ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
পরবর্তী সেমিতে খেলবেন মনবীর ও আপুইয়া?
লিগশিল্ড নিশ্চিত করে ইন্ডিয়ান সুপার লিগের প্রধানমঞ্চের যাত্রা শুরুর আগেই দুই তাবড় ভারতীয় আন্তর্জাতিক ফুটবলারকে নিয়ে চাপে পড়ে যায় মোলিনার দল। জাতীয় শিবিরে খেলতে গিয়ে চোট পান অপুইয়া। ফলত দীর্ঘ রিহ্যাব পর্ব শেষে বাগানের অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট নন তিনি। তাই গতকাল জামশেদপুরের বিরুদ্ধে তাঁকে বাদ দিয়েই মাঠে নেমেছিলেন কামিংসরা।
অবশ্যই পড়ুন: IPL-এ এই কীর্তি গড়া প্রথম প্লেয়ার হলেন নারিন, ইতিহাস KKR প্লেয়ারের
একইভাবে, কোমরের চোটের কারণে দল থেকে বিচ্ছিন্ন বাগানের ডান প্রান্তের ভরসা মানবীর সিং। প্রায় সমগোত্রীয় কারণে তিনিও গতকালের ম্যাচে খেলতে পারেননি। স্বভাবতই প্রশ্ন উঠছে, আগামী সেমিতে কি দেখা যাবে এই দুই তারকাকে? জামশেদপুরের বিরুদ্ধে আগামী ম্যাচে দুই সঙ্গীর উপস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি মোহনবাগান। তবে আশঙ্কা করা হচ্ছে, চোটের কারণে দুই তারকার অবস্থা যা, তাতে ঘরের মাঠ যুবভারতীতে তাঁদের দেখা নাও মিলতে পারে।