লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan: ঘর ভাঙছে মোহনবাগানের, দল ছাড়ছেন তারকা প্লেয়ার! বিকল্প কে? | MBSG May Sign Argentine Defender

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে দ্বিমুকুট জয়ী মোহনবাগান (Mohun Bagan) ছাড়তে পারেন অন্যতম বিশ্বস্ত তারকা টম অলড্রেড। যদিও সেই সম্ভাবনা বারংবারই উসকে দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বারবার উঠে এসেছে, গ্রেগ স্টুয়ার্ট ও টমের দল ছাড়া সম্ভাব্য খবর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সূত্র বলছে, এবার সেই সম্ভাবনাতেই পড়তে চলেছে সিলমোহর। তবে টমের মতো রক্ষণকর্তা চলে গেলে, তাঁর বিকল্প কোথায়? শোনা যাচ্ছে, টমের বিদায় পাকাপাকি হওয়ার আগেই লিওনেল মেসির দেশের তুখড় ডিফেন্ডারকে দলে টানতে পারে গঙ্গা পাড়ের ক্লাব।

READ MORE:  Karun Nair: দীর্ঘদিন উপেক্ষার পর অবশেষে টিম ইন্ডিয়ায় সুযোগ, ভরসার প্লেয়ারকে নিয়ে প্ল্যান BCCI-র | Karun Nair Returns To Indian Team

আর্জেন্টিনীয় ফুটবলার নিচ্ছে মোহনবাগান?

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, সর্বশেষ ইন্ডিয়ান সুপার লিগের সফল দল মোহনবাগানে ভিড়তে পারেন মেসির দেশের ফুটবলার বলা ভাল, তাবড় ডিফেন্ডার কেভিন সিবিয়ে। খোঁজ নিয়ে জানা গেল, তিনি আর্জেন্টিনীয় হলেও খেলেন স্পেনের হয়ে। হ্যাঁ, স্পেনের এক ক্লাবে চুটিয়ে ফুটবল খেলছেন মেসি স্বদেশী। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কেভিনের নতুন ঠিকানা হতে পারে মোহনবাগান।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

টমের বিকল্প হিসেবেই বাগানে আসবেন কেভিন?

মোহনবাগান রক্ষণভাগের অন্যতম প্রধান সেনা টমের চলে যাওয়ার খবরে কার্যত মুখরিত ভারতীয় ফুটবল! বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, চুক্তি শেষ হতেই মোহনবাগান ছেড়ে বিদেশি কোনও ক্লাবের হয়ে খেলবেন টম। আর সেই সম্ভাবনাকে সামনে রেখে এবার টম অলড্রেডের শূন্যস্থান ভরাট করতে চায় মোহনবাগান। সূত্রের যা খবর, টমের বিদায় পাকাপাকি হলেই তাঁর বিকল্প হিসেবে আর্জেন্টিনীয় ফুটবলার কেভিনকে দলের টানবে মোহনবাগান। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছে সবুজ মেরুন।

অবশ্যই পড়ুন: ঘনিয়ে আসছে KKR-র দুঃসময়! শ্রেয়সকে নিয়ে নাইটদের সতর্ক করলেন পাঞ্জাব তারকা

প্রসঙ্গত, মেসির দেশের ফুটবলার কেভিন স্পেনের এক জনপ্রিয় ক্লাবে সেন্টার ব্যাক হিসেবে খেলেন। এই বিদেশির কেরিয়ার শুরু হয়েছিল রিভার প্লেট দিয়ে। পরবর্তীতে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালেয়ারেস ও পনফেরাদিনিয়ায় খেলেছেন আর্জেন্টিনার এই প্রতিভা। এখনও পর্যন্ত যা খবর, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তাঁর দলে আসার খবর নিশ্চিত করবে মোহনবাগান।

READ MORE:  আশা পূরণে ব্যর্থ মহামেডান, মোহনবাগান জিতলে লাভ হবে ইস্টবেঙ্গলের? দেখুন অঙ্ক

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.