বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরের মরসুমেও কি মোহনবাগানের(Mohun Bagan) কোচ থাকবেন হোসে মোলিনা? তাঁর অধীনেই এবারের লিগশিল্ড ও ISL কাপ দুইই নিশ্চিত করেছে সবুজ মেরুন। ফলত, স্প্যানিশ কোচকে দায়িত্বে বহাল রাখাটাই স্বাভাবিক। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কিছুটা ধোঁয়াশা রাখলেন বাগানের পথপ্রদর্শক। ঠিক কী জানিয়েছেন তিনি? আদৌ বাগানের সাথে কাজ করার ইচ্ছে আছে তো? জানব।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বাগানের সাথে আগামী মরসুমেও কাজ করবেন মোলিনা?
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সবুজ মেরুন শিবিরে কোচিং করানোর বিষয়ে মুখ খুলেছিলেন সফল কোচ মোলিনা। সবুজ মেরুনের পথপ্রদর্শক জানান, ক্লাবের সাথে আমার মাত্র এক বছরের চুক্তি হয়েছিল। কথা ছিল যদি লিগ শিল্ড জিততে পারি তবে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হবে। বর্তমানে আমরা লিগশিল্ড ও কাপ দুইই জিতেছি। আপাতত কিছু ঠিক নেই। ম্যানেজমেন্টের সাথে কথা বলব।
দেখি ওরা আমাকে আর রাখতে চায় কিনা। আশা করছি রাখবে। বাগান কোচের এমন বক্তব্যের পরই সবুজ মেরুন শিবিরে তাঁর ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে ঠিকই, তবে কলকাতা ময়দান প্রধানের বিরাট সাফল্যের পর মূল কারিগর অর্থাৎ মোলিনাকে মোহনবাগান যে কোনও প্রকারে হাতছাড়া করবে না একথা বলাই যায়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কোচ হিসেবে সেরা সময় এখনও আসেনি মোলিনার?
বাগান শিবিরে থাকবেন কিনা সে বিষয়ে কথা বলতে বলতেই আচমকা সবুজ মেরুনের যুদ্ধজয়ের অন্যতম কারিগর মোলিনা বলেন, আমার কোচিং জীবনের সেরা সময় এখনও আসেনি! জানিনা এটাই সেরা সময় কিনা। তবে আমি এমন একজন কোচ, যে প্রতি মুহূর্তে নিজেকে উন্নত করি। প্রতিদিন চেষ্টা করি নিজের পুরনো ভুল শুধরে এগিয়ে যাওয়ার।
মোলিনা বলেন, আপাতত মোহনবাগানের কাপ জয়ের মুহূর্তটা আমার কাছে সেরা। আশা করছি আগামী দিনও ভাল যাবে। সবশেষে বাগান কোচ জানিয়েছিলেন, কোচ হিসেবে নাকি তাঁর সেরা পারফরমেন্স এখনও অনেকটাই বাকি আছে। এর থেকেও অনেক ভাল মুহূর্ত উপহার দিতে পারেন তিনি, 2016 সালে কাপ জয়ের কথা স্মরণ করিয়ে এমন বক্তব্যই রেখেছিলেন বাগান ফুটবলারদের অভিভাবক।
অবশ্যই পড়ুন: ISL-র সেরা ফুটবলার কে? কে পেল গোল্ডেন বুট? দেখুন তালিকায় মোহনবাগানের কজন
দিমিকে নিয়ে মোলিনার বক্তব্য
এ মরসুমে মোহনবাগান যে ধরনের ফুটবল উপহার দিয়েছে তাতে কোচ মোলিনার কোচিংয়ের প্রশংসা করতে বাধ্য হয়েছে বাকি দলগুলিও। তবে ISL চলাকালীন গত বছরের অন্যতম বাগান তারকা দিমিত্রি পেত্রাতোসকে দীর্ঘদিন বাগানের প্রথম একাদশে দেখা যায়নি, আর এরপরই ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ বাসা বাঁধে। প্রশ্ন ওঠে, বাগান কোচের পরিকল্পনা নিয়েও। যদিও দিমিত্রিকে বাইরে রাখার পরিকল্পনা কাজে এসেছে এ মরসুমেও।
সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে মোলিনা জানান, আমি একটা বিষয়ে প্রচন্ড বিশ্বাস করি, দলের সবাইকে একসাথে খুশি করা সম্ভব নয়। কেননা, সবাইকে নিয়ে তো আর খেলতে নামা যায় না। তবে যাঁরা দলের হয়ে মাঠে নামছে তাঁদের পারফরমেন্সে যাতে কোনও ঘাটতি না থাকে সেটা দেখাই আমার কাজ। আজকেও দেখেছেন, শেষের দিকে নামানোয় সে কতটা ভাল খেলেছে। সব মিলিয়ে, একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েও নিজের অবস্থানে অনড় থেকে ক্ষমতা বুঝিয়েছেন মোলিনা।