Mohun Bagan: ভারতে খেলার ইচ্ছে নেই ISL-র নায়ক স্টুয়ার্টের, তবে মোহনবাগানের জন্য রয়েছে আলাদা প্ল্যান | Greg Stewart Is Not Willing To Extend Contract With Mohun Bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে থেকে আর ISL খেলতে চাইছেন না মোহনবাগানের (Mohun Bagan) তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট! স্বদেশী ফুটবল ক্লাব খুঁজছেন বাগান তারকা। হ্যাঁ, সম্প্রতি এমন খবরই উঠে আসছে বেশকিছু সংবাদমাধ্যমে। জানা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী দল মোহনবাগানে মেয়াদ শেষ হলেই দেশে ফিরে স্বদেশী কোনও ফুটবল ক্লাবে যোগ দিতে চাইছেন স্টুয়ার্ট। তবে শেষ পর্যন্ত তা যদি না হয় সেক্ষেত্রে ভারতে থাকলে শুধুমাত্র মোহনবাগানের হয়েই খেলতে চান এই স্কটিশ মিডফিল্ডার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বাগানের লিগশিল্ড জয়ের প্রধান কারিগর স্টুয়ার্ট

এ মরসুমে কার্যত বিধ্বংসী ফুটবল খেলে একের পর এক ম্যাচ পকেটে পুরেছে বাগানের ছেলেরা। গোটা মরসুমেই অনবদ্য ফুটবল দেখিয়ে লিগ শিল্ড জিতে নিয়েছে সবুজ মেরুন। তবে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, বাগানের এই বিরাট সাফল্যের প্রধান দাবিদার স্টুয়ার্ট।

READ MORE:  Mohun Bagan Super Giant: সুপার কাপের আগেই মোহনবাগানে নতুন সদস্য, দুর্ধর্ষ মিডফিল্ডার নিচ্ছে সবুজ মেরুন | Mohun Bagan Eyes On FC Goa's Midfielder

হ্যাঁ, ISL-এর এ মরসুমে মোহনবাগানের মাঝ মাঠের হৃদপিণ্ড হিসেবে কাজ করেছেন স্টুয়ার্ট। এই স্কটিশ মিডফিল্ডারের দাপটেই অতিরিক্ত সুবিধা পেয়েছে গঙ্গা পাড়ের দল। যে ম্যাচে স্টুয়ার্ট খেলেছেন জয় হয়েছে বাগানের। অন্যদিকে যে ম্যাচগুলিতে ফ্লপ থেকেছেন সেই ম্যাচেই হয় পরাজয় অথবা অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে কামিন্স থেকে শুরু করে ম্যাকলারেনদের। কাজেই বলা যায়, বাগানের গোছানো ফুটবলের নেপথ্যে একটা বড় হাত স্টুয়ার্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

স্টুয়ার্টকে ছাড়তে চাইছে না বাগান?

চোটের পর এখন কিছুটা সুস্থ বাগানের তুরুপের তাস স্টুয়ার্ট। বর্তমানে মানসিক বিশ্রাম কাটাচ্ছেন স্কটল্যান্ডের এই মিডফিল্ডার। এ মরসুমে কার্যত দাপুটে ফুটবল খেলে দলকে অসংখ্য সাফল্য পাইয়ে দিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। যার কারণে সহজে তাঁকে ছেড়ে দিতে চাইছে না বাগান কর্তারা। বেশ কয়েকটি সূত্র বলছে, স্টুয়ার্টের অনবদ্য ফুটবল দেখেই তাঁকে আগামী মরসুমের জন্যও দলে রাখতে চাইছে মোহনবাগান। যদিও এই চুক্তিতে এখনই রাজি নন স্কটিশ মিডফিল্ডার।

অবশ্যই পড়ুন: ভেস্তে গেল ম্যাচ, আদৌ RCB-র বিরুদ্ধে মাঠে নামা হবে? IPL শুরুর আগেই চিন্তায় KKR

বাগানের সাথে চুক্তি বাড়াতে চাইছেন না স্টুয়ার্ট!

খোঁজ নিয়ে জানা গেল, বাগানের তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট নাকি এখন নিজের দেশ স্কটল্যান্ড অথবা ইংল্যান্ডের ক্লাব খুঁজছেন। এ মরসুমের চুক্তি শেষ হলেই বাগান কর্তাদের বিদায় জানিয়ে নতুন ক্লাবের হয়ে খেলতে চাইছেন তিনি। সূত্র বলছে, বাগান কর্তারাও তাঁকে ছেড়ে দিতে নারাজ। তবে অক্লান্ত পরিশ্রমের পর স্টুয়ার্ট কিছুটা মানসিক শান্তি চান। যা একজন ফুটবলারের সাধারণ চাহিদাগুলির একটি।

READ MORE:  Eden Gardens KKR: ইডেন গার্ডেন্স থেকে সরতে পারে KKR-র ম্যাচ! বড় ধাক্কা নাইট ভক্তদের | 6th April Match Of KKR May Be Moved From Kolkata

স্টুয়ার্ট চান ম্যাচের পর কিছুটা সময় পরিবারের সাথে কাটাতে। আর সেই কারণেই নতুন করে মোহনবাগানের সাথে চুক্তিতে যেতে চাইছেন না এই বিদেশি মিডফিল্ডার। তবে এও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডে যদি কোনও ক্লাব না পান, সেক্ষেত্রে ভারতে থাকলে শুধুমাত্র মোহনবাগানের হয়েই খেলতে চান এই তাবড় ফুটবলার।

Scroll to Top