লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan: সেমির আগে তারকা প্লেয়ারকে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল মোহনবাগানের | Apuia’s Injury Update

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে খেলতে গিয়েই চোট! অপুইয়াকে নিয়ে চিন্তা বাড়ল বাগানের (Mohun Bagan)। গত মঙ্গলবার AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছাত্রীদের সঙ্গ দিয়েছিলেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার। তবে গোলশূন্য ড্র ফলাফলের পরই বাগান তারকাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। যা ISL সেমিফাইনালের আগে কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে মোহনবাগান কর্তাদের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী হয়েছে আপুইয়ার?

গত 25 মার্চ, মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল ভারত-বাংলাদেশ। এদিন ভারতের বিরুদ্ধে ধারাবাহিক পরাজয়ের পর গোল করতে না পারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর দেখানো পথে হেঁটে ভারতকে আটকে দেয় বাংলাদেশ। যার জেরে যথেষ্ট সমালোচিত হয়েছেন সুনীল ছেত্রীরা।

READ MORE:  Mohammedan Vs Odisha FC: মহামেডানের হাতে ইস্টবেঙ্গলের ভাগ্য! এমনটা হলে সুপার সিক্স প্রায় পাকা | ISL East Bengal Situation

এদিন বাগানের শুভাশিস বসুরা দূর্গ হয়ে দাঁড়িয়েছিলেন বলেই, বিপদ বাড়েনি ভারতের। শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে জায়গা করে উঠতে না পারায়, গোলশূন্য হয়ে যায় ম্যাচ। শেষমেশ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই প্রতিদ্বন্দ্বীকে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আর এই ম্যাচের পরই বাগান তারকা অপুইয়াকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবারের ম্যাচের পর কলকাতায় ফিরে আসা খেলোয়াড়ের ডান পায়ে চোট লক্ষ্য করা গিয়েছে। ফলত, জাতীয় দলে খেলতে গিয়ে তরুণ মিডফিল্ডারের চোট, এখন কার্যত, চিন্তার ওজন বাড়িয়েছে মোহনবাগানের।

আদৌ সেমিতে খেলতে পারবেন আপুইয়া?

ভারত-বাংলাদেশ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে তাঁকে। ডান পায়ে গভীর চোটও নজর এড়ায়নি কারোরই। এমতাবস্থায় বুধবার কলকাতায় ফিরতেই মোহনবাগান তারকা মিডফিল্ডারের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। শোনা যাচ্ছে, পায়ের স্ক্যান পর্ব থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর খেলোয়াড়ের পুনর্বাসন প্রক্রিয়া, ইতিমধ্যেই শুরু হয়েছে।

READ MORE:  Mohun Bagan Super Giant: ISL জয়ের পাশাপশি ৫ নজির সৃষ্টি মোহনবাগানের, ধারে কাছে নেই কোনও দল | Top 5 Record Of Mohun Bagan Super Giant

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেমিফাইনালের একেবারে প্রাক্কালে জাতীয় দলে অপুইয়ার চোট নিয়ে যথেষ্ট বিরক্ত বাগানের শীর্ষ কর্তারা। শোনা যাচ্ছে বৃহস্পতিবার তাঁর এমআরআই করার কথা রয়েছে। এমন আবহে, সেমির মঞ্চে অপুইয়াকে খেলানো যাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় থেকেই গেল। তবে বেশ কিছু সূত্র বলছে, তারকা মিডফিল্ডারকে দ্রুত ফিট করিয়ে খুব সম্ভবত 3 এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে নামাতে পারে সবুজ মেরুন।

অবশ্যই পড়ুন: বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের লিস্টে আমেরিকা, ভারতকে টেক্কা পাকিস্তানের! রইল তালিকা

অপুইয়া না থাকলে চাপে পড়বে বাগান?

আগামী 30 মার্চ জামশেদপুর এসসি ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে প্লে অফের লড়াই রয়েছে। এই ম্যাচে বিজয়ী দলের সাথে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান। এমতাবস্থায়, দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট, যথেষ্ট চিন্তা বাড়িয়েছে মোহনবাগানের।

READ MORE:  Chahal-Dhanashree Divorce: ৬০ এর বদলে ৪.৫ কোটি, অবশেষে বিবাহ বিচ্ছেদ হয়েই গেল চাহাল-ধনশ্রীর! | Chahal-Dhanashree Divorce Completed In Mumbai Court

কেননা, ইতিমধ্যেই বাগান ফরোয়ার্ড মনবীর সিং এবং ফুল-ব্যাক আশিস রাই চোটের কারণে বাইরে। ফলত, এমন পর্যায়ে একই কারণে অপুইয়াও যদি পুরোপুরি ছিটকে যান সে ক্ষেত্রে সেমির মঞ্চে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে গঙ্গা পাড়ের দল।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.