বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামশেদপুর এফসির বিরুদ্ধে প্লে অফের আগেই বিরাট ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan)! যাঁদের নিয়ে স্বপ্ন দেখা, সেই মানবীর সিং ও অপুইয়া সেমির মঞ্চে খেলতে পারবেন তো? প্রশ্নটা, বর্তমানে সবুজ মেরুন জনতার বুকে বাসা বেঁধেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এবার সেই প্রশ্নের উত্তর আরও জটিল করে দিলেন বাগানের দুই তাবড় তারকা। খোঁজ নিয়ে জানা গেল, সোমবার বিকেলে মোহনবাগানের অনুশীলনে হাজির হননি মানবীর। অন্যদিকে, বাগানের আরেক ভরসার জায়গা আপুইয়া এদিন মাঠে উপস্থিত হয়েছিলেন ঠিকই, তবে মাঝপথে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান ভারতের এই আন্তর্জাতিক ফুটবলার।
দুই তারকাই অনিশ্চিত
প্রথমে মালদ্বীপের বিরুদ্ধে 19 মার্চের ম্যাচে আন্তর্জাতিক আসরে চোট পেয়েছিলেন ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় তথা বাগানের ডান প্রান্তের ভরসা মানবীর সিং। আর এর পরই কোমরের চোট যন্ত্রণা নিয়ে মাঠের বাইরেই সময় কাটছিল তাঁর। একই সাথে বাগানের অবস্থা আরও জটিল হয়, ভারত বনাম বাংলাদেশের AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
হ্যাঁ, এই ম্যাচেই ওপার বাংলার ছেলেদের বিপক্ষে বল দখলের লড়াইয়ে শামিল হতে গিয়েই চোট পেয়েছিলেন আপুইয়া। যার কারণে বাগান কর্তাদের তরফেও যথেষ্ট বিরক্তি প্রকাশ করা হয়েছিল। জানা যায়, শিলং থেকে ফিরে দুই তারকাকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন মোলিনা। গত কয়েকদিন নাকি পুরোদমে অনুশীলন সেরেছেন মানবীর।
অন্যদিকে, অপুইয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সেরে, রিহ্যাব করানোর পর তাঁকে দলে ফেরাতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান।। এমতাবস্তায়, শোনা যাচ্ছে, সোমবার অনুশীলনে যোগ দিয়েও মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অপুইয়া। ফলত, 3 এপ্রিল খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে তাঁকে নিয়ে অনিশ্চয়তা বেড়েছে মোহনবাগানের।
পাশাপাশি মাঝে কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করায় মানবীরকে বিশ্রামে পাঠিয়েছিলেন মোলিনা। ফলত, তাঁকে নিয়েও বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে বাগান। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, দুই তারকাকে নিয়েই আশাবাদী কোচ হোসে মোলিনা। তবে শেষ পর্যন্ত যদি এই দুই তারকা প্লে অফে খেলতে না পারেন তখন কোন পথে হাঁ হাঁটবে মোহনবাগন?
অবশ্যই পড়ুন: মুম্বইয়ের কাছে হেরে খাদের কিনারায় KKR! বিরাট ক্ষতি রাহানেদের
মানবীর ও অপুইয়ার বিকল্প পেয়ে গেছে বাগান?
সোমবার ঈদের বিকেলে যুবভারতীর মাঠে মনবীর সিংয়ের বিকল্প হিসেবে আব্দুল সামাদকে ডেকে নিয়েছিলেন কোচ মোলিনা। পাশাপাশি বাগানের তাবড় ফুটবলার অপুইয়ার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁর জায়গায় অনিরুদ্ধ থাপা অথবা দীপক টাংরির মধ্যে যেকোনও একজনকে খেলানোর কথা ভাবছে সবুজ মেরুন।
তবে বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, দুই তারকাকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না বাগান। তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত সেমির আসরে যদি দুই তারকাকে নামানো না যায়, সেক্ষেত্রে দুজনের অনুপস্থিতিকে অস্ত্র বানাতে পারেন জামশেদপুরের কোচ জামিল।