Mohun Bagan: স্বপ্ন ভাঙল ইস্টবেঙ্গলের, নেইমারের বিরুদ্ধে খেলা তারকাকে সই করাচ্ছে মোহনবাগান! | MBSG May Sign Brazilian Footballer
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)! সাম্প্রতিক সময়ে ভরাডুবির মাঝে লাল হলুদ চেয়েছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার বিকল্প হিসেবে আরেক ব্রাজিলিয়ান তারকাকে সই করাতে। অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে আর কি! তবে শোনা যাচ্ছে, আপাতত সেই স্বপ্ন পূরণ হচ্ছে না কলকাতা ময়দানের এই প্রধানের।
কেননা, সেই রাস্তায় পা বাড়িয়েছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের পর সুপার কাপে বাগানের ছন্দ দেখে বর্তমানে যেকোনও বিদেশি যে এই দলে খেলতে চাইবেন সেটা এখন কার্যত স্পষ্ট। শোনা যাচ্ছে, এবার নাকি সেই সূত্র ধরেই ইস্টবেঙ্গলের বদলে মোহনবাগানে যোগ দিতে পারেন বিশ্বের অন্যতম সেরা ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলার।
খোঁজ নিয়ে যা জানা গেল, ইস্টবেঙ্গলের ডেরা থেকে আবারও পছন্দের তারকাকে ছোঁ মারতে চলেছে বাগান। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের জার্সিতে আগামী মরসুমে খেলার কথা ছিল ব্রাজিলিয়ান ফুটবলার রবসনের। তবে শোনা যাচ্ছে, তাঁকে নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর সেই ফাঁকেই সরু রাস্তা দিয়ে ব্রাজিলের তুখড় ফুটবলারকে সই করাতে পারে মোহনবাগান।
সূত্র বলছে, বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলা রবসনের সাথে টাকা পয়সার ব্যাপারেও কোনও রকম দ্বিমত নেই বাগানের। ফলত, গঙ্গা পাড়ের ক্লাবের সাথে দীর্ঘ বাক্য চালাচালির পর আপাতত কোচ হোসে মোলিনার সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছেন ব্রাজিলের এই তাবড় ফুটবলার। সূত্র যা দাবি করছে, খুব শীঘ্রই মোলিনা সিদ্ধান্ত জানালেই চট করে রবিনহোকে সই করিয়ে ফেলবে মোহনবাগান।
অবশ্যই পড়ুন: ম্যাচ হারতেই রিঙ্কুকে জোড়া চড় কষালেন কুলদীপ, ব্যক্তিগত আক্রোশ? ফুঁসছেন KKR তারকা
বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে 2021 সালে জাতের খেলা দেখিয়েছিলেন রবসন। বলা চলে, বাংলাদেশের ওই ক্লাবের হয়ে ভুরি ভুরি গোল করে একেবারে গোল মেশিন হয়ে উঠেছিলেন তিনি। AFC কাপেও একজন পজিটিভ বক্স স্ট্রাইকার হিসেবে নিজের ছন্দ ধরে রেখেছিলেন রবসন। শোনা যাচ্ছে, বাগান তারকা গ্রেগ স্টুয়ার্টের অভাব পূরণ করতেই নেইমারের বিরুদ্ধে খেলা এই ব্রাজিলিয়ান ফুটবলারকে সই করাতে চাইছে কলকাতা ময়দানের প্রধান দল মোহনবাগান।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.