Mohun Bagan: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে | MBSG Signs Molina For Next Season
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL জিতে আর দেরি করেনি মোহনবাগান (Mohun Bagan)। সাফল্যের মূল কারিগর স্প্যানিশ কোচ হোসে মোলিনাকে আরও এক মরসুমের জন্য সই করিয়ে নিল সবুজ মেরুন। সম্প্রতি, সুপার কাপ কাঁধে তুলেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ মোলিনা জানিয়েছিলেন, আগামী মরসুমের জন্য আমাকে কোচ হিসেবে রাখা হবে কিনা সেটা জানিনা। আশা করছি রাখা হবে। বাগান শিবিরে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন হোসে। তবে জয়ের মেজাজ কাটার আগেই তাঁকে তড়িঘড়ি চুক্তিপত্রে সই করিয়ে নিল গঙ্গা পাড়ের ক্লাব।
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগের শুরুর দিকে ব্যর্থ হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় মোহনবাগান। কোচ মোলিনার দেখানো পথে হেঁটে, নিঃশব্দে কাজ করে গিয়েছেন জেসন কামিং, দিমিত্রি, অপুইয়া, শুভাশিস বসুর। শেষ পর্যন্ত পথপ্রদর্শকের দেখানো রাস্তাতে এসেছে সাফল্য। একেবারে জোড়া শিরোপা জিতেছে মোহনবাগান।
তাই যুদ্ধজয়ের কারিগরকে হাতছাড়া করে বোকামো করতে চায়নি কলকাতা ময়দানের এই প্রধান। আরও এক মরসুমের জন্য তড়িঘড়ি মোলিনাকে খাতায় কলমে দায়িত্ব দিয়ে দিলেন বাগান কর্তারা। আর এই খবরে, সবুজ মেরুন জনতার আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়েছে। ISL সাফল্যের মাথা মোলিনাকে দলে রেখে দেওয়ার আর্জি জানিয়েছিলেন ভক্তরা। এবার সেই কথাতেই পড়ল সিলমোহর।
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, কোচ মোলিনাকে ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প চিন্তা করেনি মোহনবাগান। আগামী মরসুমের জন্য কাদের ধরে রাখা হবে, এবং কারা বাদ পড়বেন সবটাই মোলিনার সাথে কথা বলার পরই ঠিক করতে চাইছে সবুজ মেরুন। সূত্র বলছে, চুক্তিপত্রে স্বাক্ষর পর্ব শেষ হয়েছে, আর কিছুদিনের মধ্যেই আগামী মরসুমের জন্য দল তৈরির আগে কোচ মোলিনার সাথে বৈঠকে বসবেন বাগান কর্তারা। মূলত বিদেশি ফুটবলারদের নিয়ে চিন্তা রয়েছে মোহনবাগানের। তাই তাঁদের মধ্যে কারা আগামী মরসুমের জন্য তৈরি, তা দ্রুত নিশ্চিত করতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান।
অবশ্যই পড়ুন: ড্রোন থেকে মিসাইল সব হবে ভস্ম! ভারতের হাতে ‘স্টার ওয়ার্স’র অস্ত্র! কামাল করল DRDO
ISL শেষ। মোহনবাগানের সাথে চুক্তিও শেষ হতে চলেছে দুই বিদেশি ফুটবলার টম এবং গ্রেগ স্টুয়ার্টের। এখন প্রশ্ন, আসন্ন মরসুমের জন্য তাঁদের কি দলে রাখবে সবুজ মেরুন? এ প্রসঙ্গে বলি, স্টুয়ার্ট আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর মূল লক্ষ্য ইংল্যান্ড বা স্কটল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেলা। তবে শেষ পর্যন্ত যদি স্বদেশী ক্লাব বা ইংল্যান্ডের ক্লাবে জায়গা না হয়, তবে ভারতে খেলতে পারেন তিনি। সে ক্ষেত্রে, মোহনবাগান ছাড়া আর অন্য কোনও দলের হয়ে খেলবেন না বলেই জানিয়ে দিয়েছেন স্টুয়ার্ট।
ফলত, তাঁর সাথে চুক্তির পথ খোলা রয়েছে মোহনবাগানের। তবে চিন্তা বাড়িয়েছেন টম। শোনা যাচ্ছে, বাগানের এই ডিফেন্ডারের কাছে ইতিমধ্যেই ISL-র তিন ক্লাবের প্রস্তাব এসেছে। মোটা অর্থ দিয়ে টমকে কিনতে চাইছেন অনেকেই। এমতাবস্তায়, মোহনবাগান দাম দিলেই তাতে টম যে রাজি হবেন না একথা বলাই যায়। বরং বাগান কর্তাদের নিজের দাম জানাবেন তিনি। বাগান যদি তাতে রাজি হয় তবে আগামী মরসুমে হয়তো সবুজ মেরুন জার্সিতেই খেলবেন এই বিদেশি।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.