Mohun Bagan: ISL থেকে সুপার কাপ, মোহনবাগানের সাফল্যের রহস্য কী? ফাঁস হল সব | Reason Behind MBSG Success
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে দ্বিমুকুট জয়ের পর কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টারে অনামি খেলোয়াড়দের দলে নিয়ে কেরালাকে গুঁড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan)। কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে একেবারে 2-1 গোলে দক্ষিণী দলের ঘাড়ে ছুঁড়ি বসিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে সবুজ মেরুন।
সেই সাথেই দীপক টাংরি, আশিক কুরুনিয়নদের মতো ISL খেলা সিনিয়রদের সাথে ভিড়ে কামাল দেখিয়েছে জুনিয়ররা, প্রমাণ করেছে নিজেদের দক্ষতা। তবে, ISL জয়ের পর কলিঙ্গ সুপার কাপে সাফল্যের ধারা কোন মন্ত্রে অব্যাহত রাখল মোহনবাগান? ফাঁস করেছেন সবুজ মেরুন তারকা আশিক।
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের মঞ্চে বেঙ্গালুরুর বিপক্ষে আশিক কুরুনিয়নকে মাঠে ডাকতেই ঘুরেছিল খেলা। বাগানের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে তাঁর অবদান কতটা, জানেন প্রত্যেক সবুজ মেরুন ভক্ত। ইন্ডিয়ান সুপার লিগের ধারা অব্যাহত রাখতে ছোটদের সাথে সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি ও আশিক কুরুনিয়নরা পায়ে পা মিলিয়ে ছন্দে ফিরেছেন সুপার কাপেও। কিন্তু কোন মন্ত্রে এভাবে একের পর এক যাত্রায় সফল হচ্ছে বাগান? মুখ খুলেছেন লেফট উইঙ্গার।
সম্প্রতি কেরালা বধের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগানের অন্যতম বিশ্বস্ত ফুটবলার আশিক জানান, মোহনবাগান ফুটবলারদের মধ্যে এখন শুধুই জয়ের মানসিকতা রয়েছে। অর্থাৎ ম্যাচে নামা মানে আমরাই জিতব। আমরা প্রত্যেকেই এই মানসিকতা নিয়ে খেলি। এছাড়াও মরসুমের শুরুতেই আমাদের লক্ষ্য থাকে ট্রফি জেতা।
বলতে কোনও দ্বিধা নেই, আমরা ম্যাচ কীভাবে জিতব, কীভাবে ট্রফি জেতা হবে সেসব নিয়ে দুশ্চিন্তা না করেই নিজেদের সেরাটা দিয়ে খেলে যাই। সবশেষে বাগানের বিশ্বস্ত তারকা বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামা মানে আমরা জিতে মাঠ ছাড়ব, আর এটাই মোহনবাগানের সাফল্যের অদ্বিতীয় অস্ত্র!
অবশ্যই পড়ুন: ‘এক কথায় প্রাইভেট জেট পাঠায় শাহরুখ’, KKR-র অজানা কাহিনী শোনালেন আকরাম
উল্লেখ্য, বাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে কেরালা ব্লাস্টার্সের নয়া কোচ আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, আমার কাজ ভারতীয় ফুটবলারদের উন্নতি নিয়ে নয়। আমি মূলত বিদেশি ফুটবলারদের ওপর জোর দিই। প্রতিপক্ষ কোচের এমন বার্তার পরই মাত্র 1 বিদেশি নিয়ে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরালাকে বিদায় দিয়েছে মোহনবাগান। যা দক্ষিণী ক্লাবের জন্য সত্যিই লজ্জার।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.