Mohun Bagan Super Giant: বুন্দেসলিগায় খেলা তারকা আসছে মোহনবাগানে? বাদ পড়ছেন তুখড় প্লেয়ার | MBSG May Sign Bundesliga Footballer
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন ফুটবলার দলে নেওয়ার হুজুগে মেতেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শোনা যাচ্ছে, তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্টের বিকল্প খুঁজতে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দলে উকি দিচ্ছে বাগান। এহেন আবহে, কানে এলো বড় খবর। সূত্র বলছে, আসন্ন মরসুমের কথা মাথায় রেখে, স্টুয়ার্টের বিকল্প হিসেবে বুন্দেসলিগায় খেলা ফুটবলারকে সই করাতে পারে হোসে মোলিনার দল।
বেশ কিছু সংবাদ প্রতিবেদন মারফত পাওয়া খবর অনুযায়ী, এ মরসুমে কার্যত অপ্রতিরোধ্য ফুটবল খেলে আগামী মরসুমের আগে দলের শক্তি আরও কয়েকগুণ বাড়াতে চাইছে সবুজ মেরুন। আর সেই কারণেই নাকি, স্টুয়ার্টের পরিবর্ত খুঁজতে শুরু করেছে তারা।
শোনা যাচ্ছে, ফুটবলার খোঁজ অভিযানে, ইতিমধ্যেই নাকি বুন্দেসলিগায় খেলা অস্ট্রেলিয়ান জ্যাকসন ইরভিনের সঙ্গে আলোচনা চলেছে মোহনবাগান কর্তাদের। সূত্রের খবর, বুন্দেসলিগার পাশাপাশি এফসি সেন্ট পাউলিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই অজি ফুটবলার।
গত মঙ্গলবার থেকেই প্লে অফের প্রস্তুতি শুরু করে দিয়েছে হোসে মোলিনার ছেলেরা। মেদ ঝরিয়ে ফুটবল অস্ত্রে শান দিতে চলছে দুরন্ত অনুশীলন। যদিও ইতিমধ্যেই চোট কাটিয়ে কার্যত ফিট হয়ে উঠেছেন আশিস রাই, মনবীর সিং ও ম্যকলারেনরা। তাই অনুশীলন থেকে আপাতত ছুটি পেয়েছেন তাঁরা। গত গোয়ার ম্যাচেই চোট পেয়েছিলেন আশিস ও ম্যকলারেন।
এদিকে মনবীরের আঘাত লাগে জাতীয় দলে খেলার সময়। সূত্র বলছে, এদের মধ্যে আশিস নাকি ইতিমধ্যেই ফিট। তবে বাকি দুজনের শুশ্রূষা চলছে। সম্ভবত প্লে অফের আগেই ঠিক হয়ে যেতে পারেন ম্যাকলারেনরা। তাই এখনই অনুশীলনে বাড়তি চাপ দেওয়া হচ্ছে না তাদের।
অবশ্যই পড়ুন: ব্যাটিং অর্ডার থেকে দলে পরিবর্তন, রাজস্থানের ম্যাচে কেমন হবে KKR-র প্রথম একাদশ?
ধীরে ধীরে চোট কাটিয়ে উঠছেন ম্যাকলারেন। প্লে অফে খেলার জন্য মুখে রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগান তারকা মন্তব্য করেছিলেন, শিল্ড জিতেছি। এবার প্লে অফ কাপটাও জিততে চাই। শোনা যাচ্ছে, দ্বিতীয় মুকুট মাথায় তুলতে মরিয়া হয়ে উঠেছেন ম্যাকলারেন। এখন দেখার, পুরোপুরি ফিট হয়ে এই সর্বোচ্চ গোলদাতা আদৌ বাগানের হয়ে প্লে অফে নামতে পারেন কিনা।
ঢাকঢোল না পিটিয়ে ফের একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করল শাওমি। নতুন মডেলটির নাম…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
সেরা সেলফি ক্যামেরা ও কার্ভড ডিসপ্লের ফোন খোঁজ করলে, আমরা আপনার জন্য তিনটি চমৎকার বিকল্পের…
Samsung তাদের সাশ্রয়ী মূল্যের ফ্লিপ ফোন Galaxy Z Flip 7 FE লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তলপি তলপা গুটিয়ে বহু আগেই উধাও হয়েছে শীত। মাঝে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া…
বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে সম্পর্কে যাঁরা অল্প বিস্তর জানেন তাঁরা BYD বা বিল্ড ইওর ড্রিমস নামক…
This website uses cookies.