লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan Super Giant: ISL জয়ের পাশাপশি ৫ নজির সৃষ্টি মোহনবাগানের, ধারে কাছে নেই কোনও দল | Top 5 Record Of Mohun Bagan Super Giant

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL 2024-25 মরসুমে অনবদ্য ফুটবল দেখিয়ে প্রায় অপ্রতিরোধ্য জয়ের পাশাপাশি সমর্থকদের মন কেড়ে নিয়েছে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) ছেলেরা। কলকাতার শতাব্দী প্রাচীন দল ইস্টবেঙ্গল যেখানে সুপার সিক্সের আগের ম্যাচগুলিতেই একপ্রকার ধরাশায়ী হয়ে গিয়েছিল ঠিক সেই পর্বে দাঁড়িয়ে কার্যত রুদ্ধশ্বাস ফুটবল খেলে লিগশিল্ড কাঁধে তোলে গঙ্গা পাড়ের দল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শনিবার ISL-এর শেষ ম্যাচে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে ফলাফল 2-0 করে এবারের ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের মহিমা ধরে রেখেছে হোসে মোলিনার ছেলেরা। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, ISL মরসুম বড় সাফল্যের পাশাপাশি 5টি বিশেষ নজির গড়েছে মোহনবাগান। কী সেগুলি? দেখে নিন।

READ MORE:  AIFF: ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা খেলবেন জাতীয় দলে? বড় আপডেট AIFF প্রধানের | Indian Origin Footballers May Play For National Team

সবচেয়ে বেশি ম্যাচে জয়

এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে গোছানো ফুটবল খেলে 17টি ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। রিপোর্ট বলছে, এর আগে কোনও দলই এক মরশুমে এত ম্যাচ জিততে পারেনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সর্বাধিক ক্লিনশিট

প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে দলকে অনবদ্য ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি 15টি ম্যাচে কোনও গোল খায়নি মোহনবাগানের ছেলেরা। সূত্র বলছে, ISL ইতিহাসে এর আগে কোনও দলই এতগুলো ম্যাচে প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে পারেনি। তবে সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে মোহনবাগান।

READ MORE:  Richard Celis: ইস্টবেঙ্গলের নতুন বিদেশির মুখে ISL-এ ফুটবলের গুণগত মান | East Bengal FC New Player Over ISL

সর্বাধিক গোলদাতা

এই মরসুমে মোহনবাগানের 10 ফুটবলারই গোল করেছেন। যেই নজির অন্য কোনও দলের নেই। বাগানের 3 স্ট্রাইকার ম্যাকলারেন, কামিংস ও পেত্রাতোস দলের হয়ে গোল পেয়েছেন। গোল পেয়েছেন 3 মিডফিল্ডার স্টুয়ার্ট, মনবীর সিংহ ও লিস্টন কোলাসো। এছাড়াও বাগানের 4 ডিফেন্ডার আলবের্তো রদ্রিগেস, টম অলড্রেড, শুভাশিস বসু ও দীপেন্দু বিশ্বাস সকলেই দলের হয়ে গোল করেছেন।

সুযোগের সদ্ব্যবহার করে সর্বাধিক গোল

এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে সেট পিস অর্থাৎ ফ্রিকিক অথবা কর্নার থেকে মোট 20টি গোল করেছে মোহনবাগান। সূত্র বলছে, এর আগে সুযোগ নষ্টের রোগ নিয়ে ISL-এ কোনও দলই এত বেশি সেট-পিস গোল করতে পারেনি। যেই নজির গড়েছে শুধুই মোহনবাগান।

অবশ্যই পড়ুন: বরুণ বা শামি নন, এই ভারতীয় বোলারের ভয়ে কাঁপছে কিউইরা!

READ MORE:  Mohun Bagan Super Giant: বুন্দেসলিগায় খেলা তারকা আসছে মোহনবাগানে? বাদ পড়ছেন তুখড় প্লেয়ার | MBSG May Sign Bundesliga Footballer

একটানা তৃতীয় বার ট্রফি জয়

মোহনবাগান হলো সেই দল যারা ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড টানা দ্বিতীয়বার ধরে রাখার পাশাপাশি প্রথম ক্লাব হিসেবে পরপর 3 বার ISL ট্রফি জিতল। বলে রাখি, এবারের মত গতবারেও লিগশিল্ড জিতেছিল মোহনবাগান। তাছাড়াও 2022-23 মরসুমের ISL কাপ জিতেছিল সবুজ মেরুনদের দল। বলা হচ্ছে এমন কৃতিত্ব আর কোনও দলের নেই।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.