লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan Vs Bengaluru FC Final: এই নিয়মে সুবিধা, ফাইনালও জিতবে মোহনবাগান! কবে, কোথায় খেলা? | MBSG Vs Bengaluru FC Final Venue

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবারই হারের বদলা নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ঘরের মাঠ যুবভারতীকে কাজে লাগিয়ে জামশেদপুরকে একেবারে উড়িয়ে দিয়েছে হোসে মোলিনার দল। সেই সাথে ফাইনালের মঞ্চে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিপক্ষে জায়গা পাকা হয়ে গিয়েছে সবুজ মেরুনের। এখন প্রশ্ন, কোথায় গড়াবে মোহনবাগান বনাম বেঙ্গালুরুর (Mohun Bagan Vs Bengaluru FC ) ISL মহাযুদ্ধ? উত্তর মিলবে পুরোনো অঙ্কে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ফাইনালের আগেই আত্মবিশ্বাসী বাগান

গোটা ISL মরসুমে শক্তিশালী দল হিসেবেই পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা ধরে রেখেছে মোহনবাগান। শেষ পর্যন্ত ঘরের মাঠেই ভাগ্য ফিরিয়ে ফাইনালের মঞ্চে নামতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে তার আগে জামশেদপুরকে লিগ ছাড়া করে একপ্রকার আত্মবিশ্বাসের সিঁড়িতে চেপে বসেছে বাগানের ছেলেরা।

READ MORE:  ISL 2024-25: ISL সেমিফাইনালের আগে সুখবর মোহনবাগানে, দলে ফিরছেন তুখড় প্লেয়ার? | Star Defender May Return To Mohun Bagan Before Semi

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে শক্তসমর্থ ফুটবল খেলে ভক্তদের হৃদয়ে মলিন বাতাস বইয়ে দিয়েছেন মনবীর সিং, জেসন কামিংস, আপুইয়ারা। এখন লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগের প্রধান মঞ্চে বেঙ্গালুরুকে ফুটিয়ে ট্রফি কাঁধে তোলা। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, সেই কাজটা কঠিন হলেও চেনা কৌশলে ঠিকই পারবে মোহনবাগান।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কোথায় গড়াবে ISL ফাইনাল?

ভারতীয় ফুটবলের নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগের কাপ ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুইয়ের মধ্যে লিগে এগিয়ে থাকা দলই ফাইনালের মাঠ চয়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর সেই হিসেব অনুযায়ী, চলতি ISL মরসুমের বেশিরভাগ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে মোহনবাগান। ফলত, শর্ত অনুযায়ী, বাগানের ঘরের মাঠেই আয়োজিত হতে চলেছে ISL 2024-25 ফাইনাল। কাজেই প্রশ্ন থেকে যায়, ফাইনালে কি তবে বাড়তি সুবিধা পাবে মোহনবাগান?

READ MORE:  Mohun Bagan: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে | MBSG Signs Molina For Next Season

ঘরের মাঠে সুবিধা পাবে বাগান?

গোটা মরসুমে ঘরের মাঠ যুবভারতীকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে সবুজ মেরুন। মোহনবাগানই একমাত্র দল যারা চলতি ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ ঘরের মাঠে জিতেছে। গতকালও যুবভারতীর চেনা পরিবেশ ও স্টেডিয়াম ভর্তি সমর্থকদের গলা ফাটানো চিৎকারের মধ্যে দিয়েই জামশেদপুরকে 2-0 গোলে ফেরত পাঠিয়েছে মোলিনার দল।

অবশ্যই পড়ুন: পরপুরুষে আসক্তি? যে কারণে ২০ বছরের দাম্পত্য জীবন শেষ হতে পারে মেরি কমের

এমতবস্থায়, আগামী 12 এপ্রিল, শনিবার বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালের মঞ্চে বাগান যে বাড়তি সুবিধা পাবে এ কথা বলার অপেক্ষাই রাখে না। তবে দেখার, এদিন শুভাশিস বসুরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা।

READ MORE:  Former Pakistani Captain: বন্ধ করতে হবে IPL! ভারত, BCCI-র বিরুদ্ধে একজোট হওয়ার আর্জি প্রাক্তন পাক তারকার | Inzamam-ul-Haq Against BCCI
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.