লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan Vs Bengaluru FC: জয় নিশ্চিত মোহনবাগানের! ফাইনালে ফিরছেন পুরনো সঙ্গী | Manvir Singh Will Play In ISL Final

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জামশেদপুরের বিরুদ্ধে সেমির শেষ ম্যাচে মাত্র 20 মিনিট বাগানের হয়ে মাঠে ঝাঁপিয়েছিলেন সবুজ মেরুনের ডান-প্রান্তের ভরসা মানবীর সিং। তবে গোল না পেলেও ভারতীয় তারকার উপস্থিতিতে জোর পেয়েছিল দলের বাকিরা। শেষ পর্যন্ত, ঘরের মাঠে 2-0 করে খালিদ জামিলের ছেলেদের যাত্রাভঙ্গ করে মোহনবাগান।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আপাতত ভারতীয় ফুটবলের নায়ক সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালকেই(Mohun Bagan Vs Bengaluru FC) পাখির চোখ করে বসে রয়েছেন কোচ হোসে মোলিনা। এমতাবস্থায়, বড় সুখবর পেল সবুজ মেরুন জনতা। জানা যাচ্ছে, চোট কাটিয়ে পুরোপুরি ফিট মনবীর। অনুশীলনেও স্বাভাবিক ছন্দেই দেখা যাচ্ছে তাঁকে। সূত্র বলছে, 12 এপ্রিল যুবভারতীর ময়দানে একেবারে সর্বশক্তি নিয়ে ফাইনাল খেলতে নামবেন বাগানের ভরসাযোগ্য অস্ত্র মানবীর। তবে অনিশ্চিত আরেক বাগান তারকা।

READ MORE:  Kolkata Knight Riders: ভেস্তে গেল ম্যাচ, আদৌ RCB-র বিরুদ্ধে মাঠে নামা হবে? IPL শুরুর আগেই চিন্তায় KKR | KKR's Match Called Off Due To Rain

মনবীর ফিরলেও অনিশ্চিত দিমি

এ মরসুমে বাগানের প্রত্যেকেই নিজেদের গোছানো ফুটবল দেখিয়ে শিরোনামে এসেছেন। তাঁদের মধ্যে যে নামটা বারংবার ভক্তদের হৃদয়ে নাড়া দেয়, তা হল দিমিত্রি পেত্রাতোস। হ্যাঁ, এই অজি তারকার হাত ধরেই ওড়িশা এফসির বিরুদ্ধে অতিরিক্ত সময়ের ম্যাচে 1-0 গোলে জিতে টানা দ্বিতীয়বারের জন্য লিগশিল্ড নিশ্চিত করেছিল বাগান। শোনা যাচ্ছে, গ্রেগ স্টুয়ার্টের আগমনে এবার তিনিই নাকি ব্যাকফুটে চলে গিয়েছেন। বিগত ম্যাচগুলিতে বাগানের প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি দিমি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গত সোমবার খাদিল জামিলের ছেলেদের বিরুদ্ধেও মাত্র 9 মিনিটের জন্য তাঁকে মাঠে নামিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই কারণকে সামনে রেখেই বাগান সমর্থকদের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে একটি প্রশ্ন। তা হল, আদৌ ফাইনালের প্রথম একাদশে জায়গা হবে দিমির?

অবশ্যই পড়ুন: বিরাট সড়ক দুর্ঘটনা, কোনোক্রমে প্রাণে বাঁচলেন ২ ইস্টবেঙ্গল তারকা

সম্প্রতি সবার শেষে অনুশীলন সেরে একাকী সময় কাটাচ্ছেন দিমিত্রি। যুবভারতীর সবুজ ঘাসে খালি পায়ে আনমনে কী যেন ভেবে ভেবেই অনুশীলন পরবর্তী সময়গুলো নিজেকে উপহার দিচ্ছেন তিনি। এহেন তারকাকে যদি ফাইনাল থেকে বাদ দেওয়া হয় কিংবা একেবারে শেষ লগ্নে নামানো হয়, সেক্ষেত্রে বাগান সমর্থকদের জন্য তা সত্যিই হৃদয়বিদারক হবে। এখন দেখার, শনিবার তাঁকে নিয়ে ছাত্রীদের বিরুদ্ধে সবুজ মেরুন ম্যানেজমেন্টের অবস্থান কী হয়।

READ MORE:  East Bengal FC: ফ্রিতে মেসি সতীর্থকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল! খেলবেন ISL-এ? | May Lionel Messi Teammate Join East Bengal

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.