Mohun Bagan Vs Jamshedpur FC: দ্বিতীয় সেমির আগে আপুইয়া, মনবীরকে নিয়ে সুখবর মোহনবাগানে | Manvir And Apuia Return To MBSG
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা মরসুমে আক্রমণাত্মক ফুটবল খেলে ISL পয়েন্ট তালিকার মগডালে থেকেই সেমিতে জায়গা সুনিশ্চিত করেছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে বৃহস্পতিবার জামশেদপুরের ঘরের মাঠ টাটা স্পোর্টস কমপ্লেক্সে আত্মবিশ্বাস নিয়ে নামলেও খালিদ জামিলের ছেলেদের কাছে প্রথম আসরেই একেবারে গুঁড়িয়ে যায় সবুজ মেরুন।
মাঝ মাঠ দখলে রেখে শত চেষ্টা করেও জয় সুনিশ্চিত করতে পারেননি জেসন কামিংসরা। তবে সেমির প্রথম মঞ্চে পরাজিত হয়ে সহাস্যে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ হোসে মোলিনা। এমতাবস্থায়, ইস্পাত নগরীর বিরুদ্ধে মাঠে নামার আগেই অনুশীলনে ফিরলেন বাগানের দুই প্রধান অস্ত্র।
বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে সেরা একাদশ না পাওয়ায়, পরাজয় দেখতে হয়েছিল কলকাতা ময়দানের প্রধান মোহনবাগানকে। প্রথমার্ধের অমীমাংসিত ফলাফল নিয়ে দ্বিতীয়ার্ধে কাজের কাজ করে দেখাতে পারেনি বাগানের ছেলেরা।
তবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সেমিতে পরাস্ত হয়েও এদিন মুখের হাসি চওড়া রেখেছিলেন মোলিনা। খেলোয়াড়দের পারফরমেন্সের প্রশংসা করে বাগান কোচ জানিয়েছিলেন, ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে মোহনবাগান। আসন্ন সেমিতে একেবারে নতুন রূপে দেখা যাবে সবুজ মেরুনকে।
বিগত কয়েক সপ্তাহ ধরে চোট সমস্যায় ভুগছিলেন বাগানের দুই বিশ্বস্ত তারকা মনবীর সিং ও অপুইয়া। জাতীয় পর্যায়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন অপুইয়া, যার কারণে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিল বাগান। তবে দীর্ঘ রিহ্যাব পর্ব শেষ করে অনুশীলনে ফিরলেও মাঝ পথে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সূত্র বলছে, খেলোয়াড়কে বিশ্রামে রাখতেই তাঁকে নিয়ে ব্যস্ততা দেখায়নি মোহনবাগান।
অবশ্যই পড়ুন: মোহনবাগানের ISL সেমির মাঝেই দুই ইস্টবেঙ্গল তারকাকে নিয়ে বড় খবর
শোনা যাচ্ছে, দ্বিতীয় সেমির আগেই ফিট হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি দলের হয়ে অনুশীলনও সেরেছেন আপুইয়া। একইভাবে, কোমরের চোটের কারণে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন মণবীর। সূত্রের খবর, দলের হয়ে অনুশীলনে ফিরেছেন তিনিও। কাজেই দুই তারকার প্রত্যাবর্তনে, আশা করা যায় 7 এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে হিসেব মেটানোর লড়াইয়ে সবুজ মেরুনের হয়ে মাঠে নামবেন তাঁরা।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.