লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan Vs Jamshedpur FC: ভয় ধরাচ্ছে জামশেদপুরের রক্ষণ! সেমির আগে প্রতিপক্ষ নিয়ে সুর নরম বাগান কোচের | Mohun Bagan Vs Jamshedpur FC

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার ইস্পাত নগরীতে হারের বদলা ঘরের মাঠকে কাজে লাগিয়ে তুলতে চাইছে মোহনবাগান। সোমবার চেনা শত্রু জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কয়েক দফা হুঙ্কার ছেড়েছে বাগান। আর তাতেই বোঝা যাচ্ছে, অন্যান্য সময়ের মতো আজও সেমির মঞ্চে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কোচ হোসে মোলিনার দল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এহেন আবহে, দুই দলের অবস্থান কী, প্রথম ম্যাচে জয় তুলে দ্বিতীয় লেগেও কি সাফল্যের ধারা অব্যাহত রাখবে জামশেদপুর? নাকি ঘরের মাঠে মাথায় হাত বুলিয়ে খালিদ জামিলের ছেলেদের শায়েস্তা করবে বাগান? চলুন জেনে নিই ঠিক কী বলছেন দুই দলের পথপ্রদর্শকরা(কোচ)।

READ MORE:  East Bengal: সুপার কাপের আগে বিধ্বস্ত ইস্টবেঙ্গল! তারকা প্লেয়ারের চোট বাড়াল চিন্তা | East Bengal Midfielder Injured

বাগান কোচ মোলিনার বক্তব্য

ইন্ডিয়ান সুপার লিগের 2024-25 মরসুমের অন্যতম সেরা দল হয়ে উঠেছে মোহনবাগান। তবে গত বৃহস্পতিবার অ্যাওয়ে সেমিতে নামার আগে কোচ মোলিনা এক প্রকার আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, জামশেদপুরের উচিত আমাদের ভয় পাওয়া, আমরা মোহনবাগান। কিন্তু বাগান কোচের হাঙ্কারের পরই DRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে পরাজয়ে দেখে বাগান।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এখন প্রশ্ন, দ্বিতীয় সেমির আগে কোন অবস্থানে মোলিনা? এ প্রসঙ্গে বাগান কোচ জানান, আমরা আমাদের সেরাটা দিয়েছি। জামশেদপুর এমন একটা দল, যাদের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। কাজেই ওদের বিরুদ্ধে গোল করতে হলে আমাদের যে খাঁটনিটা একটু বেশি হবে এ কথা আলাদা করে বলার দরকার নেই। তবে আশা করছি, এই ম্যাচটা জেতার জন্য আমরা দলের সঠিক ভারসাম্য খুঁজে পাব।

READ MORE:  Champions Trophy 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না খেলেই ফাইনালে যাবে টিম ইন্ডিয়া! দেখে নিন সমীকরণ | ICC Champions Trophy Final New Equation

কী জানালেন কোচ খালিদ জামিল?

গত সেমিফাইনালের সফল দল জামশেদপুরের কোচ জামিল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আমরা সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি। ওরা ইতিমধ্যেই চ্যাম্পিয়নের খেতাব জিতেছে। লিগশিল্ড নিশ্চিত করেছে। তবে আমাদের শক্তিশালী হিসেবেই মাঠে নামতে হবে। দলের ছেলেদের ওপর বিশ্বাস আছে। মোদ্দা কথা, পজিটিভ ভাইভ নিয়েই এই ম্যাচটা খেলতে হবে।

অবশ্যই পড়ুন: জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না ভারতীয় বংশোদ্ভুতরা! নেপথ্যে কোন কারণ? দেখে নিন

সোমবার, জামশেদপুরের আশুতোষ মেহতা, মিডফিল্ডার মোবাশির রহমান ও স্টিফেন এজে যুবভারতীতে খেলতে পারবেন না। এ প্রসঙ্গে জামিল জানান, আমরা এই ম্যাচে ওদের মিস করব। ওরা আসলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খুঁটি। তবে চোট, সাসপেনশন এসব খেলারই অংশ। ওদের পরিবর্তে মাঠে যাঁরা নামবে তাঁরাও দলের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেবে।

READ MORE:  ISL 2024-25: গোয়াকে উড়িয়ে ফাইনালের পথ চওড়া করল সুনীলের বেঙ্গালুরু, বিপদ বাড়ল বাগানের? | MBSG May Worried About Bengaluru FC
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.