লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan Vs Jamshedpur FC: দ্বিতীয় সেমির আগে আপুইয়া, মনবীরকে নিয়ে সুখবর মোহনবাগানে | Manvir And Apuia Return To MBSG

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা মরসুমে আক্রমণাত্মক ফুটবল খেলে ISL পয়েন্ট তালিকার মগডালে থেকেই সেমিতে জায়গা সুনিশ্চিত করেছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে বৃহস্পতিবার জামশেদপুরের ঘরের মাঠ টাটা স্পোর্টস কমপ্লেক্সে আত্মবিশ্বাস নিয়ে নামলেও খালিদ জামিলের ছেলেদের কাছে প্রথম আসরেই একেবারে গুঁড়িয়ে যায় সবুজ মেরুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মাঝ মাঠ দখলে রেখে শত চেষ্টা করেও জয় সুনিশ্চিত করতে পারেননি জেসন কামিংসরা। তবে সেমির প্রথম মঞ্চে পরাজিত হয়ে সহাস্যে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ হোসে মোলিনা। এমতাবস্থায়, ইস্পাত নগরীর বিরুদ্ধে মাঠে নামার আগেই অনুশীলনে ফিরলেন বাগানের দুই প্রধান অস্ত্র।

READ MORE:  ISL 2024-25: মুম্বইকে গুঁড়িয়ে প্লে অফে ঐতিহাসিক জয় বেঙ্গালুরুর, বিপদ বাড়ল বাগানের? | MBSG Is Under Pressure For Bengaluru FC

দ্বিতীয় সেমিতে নতুন রূপ ধারণ করবে বাগান

বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে সেরা একাদশ না পাওয়ায়, পরাজয় দেখতে হয়েছিল কলকাতা ময়দানের প্রধান মোহনবাগানকে। প্রথমার্ধের অমীমাংসিত ফলাফল নিয়ে দ্বিতীয়ার্ধে কাজের কাজ করে দেখাতে পারেনি বাগানের ছেলেরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সেমিতে পরাস্ত হয়েও এদিন মুখের হাসি চওড়া রেখেছিলেন মোলিনা। খেলোয়াড়দের পারফরমেন্সের প্রশংসা করে বাগান কোচ জানিয়েছিলেন, ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে মোহনবাগান। আসন্ন সেমিতে একেবারে নতুন রূপে দেখা যাবে সবুজ মেরুনকে।

READ MORE:  Ex KKR Player Retirement: ২১ সেঞ্চুরি, ৪৫ হাফ সেঞ্চুরি! অবসর ঘোষণা বিরাট রেকর্ডের অধিকারী প্রাক্তন KKR তারকার | Former Kolkata Knight Riders Player Sheldon Jackson Retirement

দলে ফিরলেন দুই তাবড় তারকা

বিগত কয়েক সপ্তাহ ধরে চোট সমস্যায় ভুগছিলেন বাগানের দুই বিশ্বস্ত তারকা মনবীর সিং ও অপুইয়া। জাতীয় পর্যায়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন অপুইয়া, যার কারণে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিল বাগান। তবে দীর্ঘ রিহ্যাব পর্ব শেষ করে অনুশীলনে ফিরলেও মাঝ পথে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে। সূত্র বলছে, খেলোয়াড়কে বিশ্রামে রাখতেই তাঁকে নিয়ে ব্যস্ততা দেখায়নি মোহনবাগান।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের ISL সেমির মাঝেই দুই ইস্টবেঙ্গল তারকাকে নিয়ে বড় খবর

শোনা যাচ্ছে, দ্বিতীয় সেমির আগেই ফিট হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি দলের হয়ে অনুশীলনও সেরেছেন আপুইয়া। একইভাবে, কোমরের চোটের কারণে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন মণবীর। সূত্রের খবর, দলের হয়ে অনুশীলনে ফিরেছেন তিনিও। কাজেই দুই তারকার প্রত্যাবর্তনে, আশা করা যায় 7 এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে হিসেব মেটানোর লড়াইয়ে সবুজ মেরুনের হয়ে মাঠে নামবেন তাঁরা।

READ MORE:  India Vs England 3rd ODI Possible XI: ভাঙবে উইনিং কম্বিনেশন! ফিরছেন 4 বিশ্বস্ত মুখ, শেষ ম্যাচে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? | Team India Possible Playing XI In 3rd ODI
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.