লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan Vs Kerala Blasters: বিনামূল্যে দেখুন কেরালা বনাম মোহনবাগানের সুপার কাপ কোয়ার্টার ফাইনাল, কোথায়? | Free Live Streaming Of MBSG Vs Kerala Match

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকতার অভাব থাকায় যাত্রাভঙ্গ হয়েছিল কেরালা ব্লাস্টার্সের। তবে গত রবিবার ময়দান প্রধান ইস্টবেঙ্গলকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপে আক্ষেপ মিটিয়ে নেওয়ার আভাস দিয়েছে ডেভিড কাতলার দল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

গতবারের সুপার কাপ জয়ীদের নাকাল করে শনিবার ইস্টবেঙ্গল প্রতিবেশী তথা ময়দানের আরেক প্রধান মোহনবাগানের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণের এই দল। সেক্ষেত্রে বাগানের বিপক্ষে আদ্রিয়ান লুনাদের ম্যাচ যে একেবারে হাই ভোল্টেজ হতে চলেছে সে কথা বলাই যায়। কখন গড়াবে বাগান বনাম কেরালার মহারণ? কীভাবে একেবারে বিনামূল্যে দেখা যাবে এই ম্যাচ (Mohun Bagan Vs Kerala Blasters)? রইল সবটা।

READ MORE:  Indian Cricketer Died: IPL শুরুর আগেই দুঃসংবাদ! প্রয়াত ২৮ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার | Indian Cricketer Died Before IPL

কোয়ার্টার ফাইনালে বড় পরীক্ষা মোহনবাগানের

গত রবিবার ভুবনেশ্বরের মাটিতে কলিঙ্গ সুপার কাপের প্রথম আসরে ময়দান প্রধান ইস্টবেঙ্গলকে একেবারে নাকানি চোবানি খাইয়েছে কেরালার ছেলেরা। এদিন দক্ষিণী দলের ফুটবল দেখে বোঝা গিয়েছিল, এ মরসুমে তারা জিততেই নেমেছে। উদ্বোধনী ম্যাচে এক ময়দান প্রধানকে হারিয়ে কোয়াটার ফাইনালের মঞ্চে আরেক ময়দানকর্তা বাগানকে ফিরতি পথ দেখাতে একেবারে মুখিয়ে রয়েছেন দানিশ ফারুকরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এমতাবস্থায়, কোয়ার্টারে বাগানের লড়াইটা যে একেবারেই সহজ হবে না তা বুঝে গিয়েছেন বহু সুবুদ্ধি সম্পন্ন ফুটবলপ্রেমী। কারণ, ইন্ডিয়ান সুপার লিগে গতেবাঁধা ছন্দে হাঁটলেও সুপার কাপে একেবারে ভিন্ন রূপে কেরালা। কাজেই আজ বাগানের কাছে বড় পরীক্ষা।

READ MORE:  East Bengal FC: সুপার কাপের আগে ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের | East Bengal Lost Again

কখন গড়াবে মোহনবাগান বনাম কেরালার ম্যাচ?

কলিঙ্গ সুপার কাপের নির্ধারিত সময় অনুযায়ী, শনিবার মোহনবাগান বনাম দক্ষিণের দল কেরালা ব্লাস্টার্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচ গড়াবে বিকেল 4টে 30 মিনিটে। জানিয়ে রাখি, মূলত ভুবনেশ্বরেই আয়োজিত হবে এই ম্যাচ। আর সেই কারণেই আগেভাগে ভিন রাজ্যে উড়ে গিয়েছে বাগান ফুটবলাররা।

অবশ্যই পড়ুন: দুঃখের দিন শেষ! ম্যাচ হেরেও এই নিয়মে প্লে অফে উঠে যাবে KKR

কীভাবে একেবারে নিখরচায় দেখা যাবে এই হাই ভোল্টেজ ম্যাচ?

ইন্ডিয়ান সুপার লিগের মতোই কলিঙ্গ সুপার কাপের সব ম্যাচই স্টার স্পোর্টস 3 চ্যানেলে লাইভ দেখা যাবে। এছাড়াও JioHotstar প্ল্যাটফর্মে কলিঙ্গ সুপার কাপের সমস্ত ম্যাচ বিশেষ করে আজকের মোহনবাগান বনাম কেরালার হাই ভোল্টেজ মহারণের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন দর্শকরা।

READ MORE:  ISL 2024-25: ঘরের মাঠেই বধ কেরালা , লিগ শিল্ড জিততে আর কত পয়েন্ট দরকার মোহনবাগানের? | Mohun Bagan AC League Shield 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.