বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমে লিগ শিল্ড ঘরে তুলে এখন কাপ জেতাই লক্ষ্য হয়ে উঠেছে মোহনবাগানের (Mohun Bagan)। এবারের ISL-এ একপ্রকার অপ্রতিরোধ্য ফুটবল খেলে সেরার তকমা গায়ে মেখেছে হোসে মোলিনার ছেলেরা। তবে আপাতত পুরনো সাফল্য ভুলে প্লে অফে মনোযোগী হতে চাইছেন কোচ মোলিনা। আর সেই কারণেই ধীরেসুস্থে পরবর্তী পদক্ষেপ ফেলছে মারিনার্সরা। যদিও সামনেই রয়েছে সুপার কাপ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তবে সেদিকে বিশেষ লক্ষ্য নেই মোহনবাগানের। বরং AFC চ্যাম্পিয়নস লিগ টু-কে তাক করে বসে রয়েছে বাগান। এহেন আবহে শোনা যাচ্ছে নতুন খবর। সূত্র বলছে, এ বারের ISL-এর সেট উইনিং টিম ধরে রেখে আরও দুজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে পারে গঙ্গা পাড়ের ক্লাব। মনে করা হচ্ছে, অন্যান্য সময়ের মতো এবারেও নাকি বাগান কর্তাদের চোখ পড়েছে মুম্বই সিটি এফসির ঝুলিতেই।
চুক্তি বাড়িয়ে ফুটবলার নিয়োগ করবেন মোলিনা?
মোহনবাগানের রক্ষণভাগ দক্ষ হাতে সামলাচ্ছেন শুভাশিস বসু। তবে এই বঙ্গ স্ট্রাইকারের তথা লেফট ব্যাকের যোগ্য বিকল্প রাখতে চাইছেন বাগান কোচ। মনে করা হচ্ছে, এ মরসুম শেষের আগেই তাঁর নয়া পরিকল্পনা ক্লাব কর্তাদের জানাবেন মোলিনা। সূত্রের খবর, আগে নিজের সম্ভাব্য চুক্তি বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করে তবেই ফুটবলার নিয়োগ করবেন বাগানের এই স্প্যানিশ কোচ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বাগানের নজরে দুই ভারতীয় ডিফেন্ডার
খোঁজ নিয়ে জানা গেল, লেফট ব্যাক অঞ্চলে শুভাশিসের যোগ্য বিকল্প হিসেবে পাঞ্জাবের টেকচাম অভিষেক সিংকে পছন্দের তালিকায় রেখেছেন বাগান কোচ মোলিনা। শোনা যাচ্ছে, নিজের চুক্তি বৃদ্ধি করেই সম্ভবত মণিপুরী তরুণকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করবেন কোচ। অভিষেক মূলত রাইট ব্যাকে খেললেও বাঁ দিকে সমান ছন্দে থাকেন। তবে অভিষেককে দলে টানতে যথেষ্ট ঝক্কি পোয়াতে হতে পারে বাগান কর্তাদের।
কেননা, অভিষেকের সাথে পাঞ্জাবের আরও এক মরসুমের চুক্তি রয়েছে। ফলত, তাঁকে দলে টানতে হলে ট্রান্সফার ফি দিয়ে তবেই মনের আশা পূরণ করতে হবে বাগান কোচকে। সূত্র বলছে, একই পথ ধরে মোহনবাগানের নিশানায় রয়েছে আরেক ডিফেন্ডার তথা মুম্বই সিটি এফসি-র সেন্টার ব্যাক মেহতাব সিং। শোনা যাচ্ছে, মুম্বইয়ের সাথে আরও 1 বছরের চুক্তি থাকা এই খেলোয়াড়কেই নাকি দলে নিতে মুখিয়ে রয়েছেন বাগান কোচ মোলিনা।
তবে মেহতাবকে নতুন মরসুমের আগে দলে টানতে হলে সেই ট্রান্সফার ফিয়ের পথেই হাঁটতে হবে বাগানকে। তবে এক্ষেত্রে সবুজ মেরুনের ট্রান্সফার ফিয়ের পরিমাণ অনেকটাই বেশি হতে পারে। এমতাবস্থায়, বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ট্রান্সফার ফি দিয়ে কোনও ফুটবলারকেই দলে টানতে আগ্রহী নয় বাগান।
অবশ্যই পড়ুন: LSG-র অধিনায়ক হতেই বাড়ল গুরুত্ব! পন্থকে বিরাট উপহার দিলেন যোগী আদিত্যনাথ
সেক্ষেত্রে কোন পথে হাঁটবেন মোলিনা? ধারণা করা হচ্ছে, প্রয়োজন হলে ট্রান্সফার ফি দিয়েই ডিফেন্ডারকে দলে টানতে পারে মোহনবাগান। তবে সেই পরিস্থিতি না এলে অগত্যা রিজার্ভ দল থেকেই ডিফেন্ডার বেছে নিতে পারে কলকাতা ময়দানের এই প্রধান।