লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Mohun Bagan: সেমির আগে জামশেদপুরকে হুমকি বাগান কোচের | Molina Gives Shout Out To Jamshedpur FC

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানকে ভয় পাওয়া উচিত জামশেদপুরের, সম্প্রতি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্যই করেছেন বাগানের (Mohun Bagan) স্প্যানিশ কোচ হোসে মোলিনা। গত রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডকে উড়িয়ে বাগানের শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে, খালিদ জামিলের জামশেদপুর। ফলত, আসন্ন সেমির দুই লেগের আগে যাবতীয় পরিকল্পনা সেরে নিচ্ছে দুই দল। এমতবস্থায়, প্লে অফের প্রাক্কালে প্রতিপক্ষ জামশেদপুরকে সরাসরি হুমকি দিয়ে বসলেন সবুজ মেরুন কোচ মোলিনা!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না বাগান?

আগামীকাল অর্থাৎ 3 এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগ প্লে অফের প্রথম লেগে সম্মুখসমরে উপস্থিত হবে টেবিল টপার মোহনবাগান ও জামশেদপুর এফসি। দুই দলই গ্রুপ পর্বের ম্যাচগুলিতে গোছানো ফুটবল খেলে শক্তি সঞ্চয় করেছে। শেষ রবিবার নকআউট পর্বের ম্যাচে নর্থইস্টকে উড়িয়ে সেমির আসন পাকা করেছে খালিদের দল। অন্যদিকে বহু আগে লিগ শিল্ড জিতে দুরন্ত ফুটবল খেলে সেমিতে জায়গা নিশ্চিত করে নিয়েছিল সবুজ মেরুন।

READ MORE:  গিজার থেকে জুতো, সবই নকল! Amazon, Flipkart এর গোডাউনে ঠকবাজির পর্দাফাঁস

শেষ চারের লড়াইয়ে জায়গা পাকা করে শক্ত প্রতিপক্ষের খোঁজ করছিল মোলিনার দল। অবশেষে নর্থ ইস্ট বধ করা জামশেদপুরকে মাঝমাঠে টেক্কা দিতে হবে তাদের। কাজেই বাড়তি চাপ থাকার কথা, তবে কোচ মোলিনা যা বললেন তাতে বাগান যে আত্মবিশ্বাসী সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে। ঠিক কী বলেছেন মোলিনা?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

3 এপ্রিলের মহারণের আগে কলকাতায় সাংবাদিক সম্মেলনে সবুজ মেরুন কোচ হুঙ্কার ছেড়ে বলেন, জামশেদপুরের উচিত মোহনবাগানকে ভয় পাওয়া।

READ MORE:  Champions Trophy 2025: ভারতের কাছে হেরেও মান বাঁচল পাকিস্তান, বাংলাদেশের | Pakistan Vs Bangladesh Match Abandoned Due To Rain

সেমির লড়াই নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা

প্লে অফ নিয়ে কী ভাবছেন? সম্ভবত এমন প্রশ্নের উত্তরে বাগান কোচ জানান, ম্যাচ কঠিন হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। দলের ছেলেরা নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে। আশা করি, গোল সংখ্যা বাড়বে। আমরা শুধুমাত্র জেতার জন্য খেলি, ড্রয়ের জন্য নয়। কাপ জিততে চাই। দলের প্রতি আমার বিশ্বাস রয়েছে। এরপরই বাগানের স্প্যানিশ কোচ বলে বসেন, আমার মনে হয় ওদের আমাদেরকে ভয় পাওয়া উচিত। আমরা মোহনবাগান। আমাদের দলে একাধিক দুর্ধর্ষ প্লেয়ার রয়েছে।

প্রতিপক্ষকে নিয়ে কতটা চিন্তিত? মোহনবাগান পথপ্রদর্শকের কথায়, খালিদ জামিলের দল যথেষ্ট শক্তিশালী। আগামী ম্যাচ কঠিন হতে চলেছে। নকআউট পর্বে নর্থ-ইস্টের মতো দলকে হারিয়ে প্লে অফে উঠেছে তারা। এদিন সবুজ মেরুন কোচের কথায় বারবার উঠে এসেছিল, আগামী ম্যাচ কঠিন হতে চলেছে। তবে নিজের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।

অবশ্যই পড়ুন: শেষ হল দ্বন্দ্ব! ভারতে এশিয়া কাপ খেলতে আসছে পাকিস্তান দল

প্রতিপক্ষের কোচ প্রসঙ্গে মোলিনার বক্তব্য

আসন্ন ম্যাচে প্রতিপক্ষ জামশেদপুর, তাই শত্রু শিবিরের কোচকে নিয়ে বাড়তি ভাবনা তো থাকবেই! যদিও মোলিনা জানিয়েছেন, প্রতিপক্ষের কোচ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। আমি ওকে সম্মান করি। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয়টা একেবারেই সহজ ছিল না। কঠিন ম্যাচে ও নিজেকে প্রমাণ করেছে। তবে আমি কোনও দিনই প্রতিপক্ষকে নিয়ে বিশেষ ভাবি না। আমার কাজ, নিজের দলে ফোকাস করা। এখনও সেটাই করছি।

READ MORE:  KKR New Coach: নতুন কোচ পেল KKR! দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো মহারথী | Kolkata Knight Riders Appoint New Assistant Coach
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.