সৌভিক মুখার্জী, কলকাতা: আয় কম বলে সঞ্চয় (Money Savings) হয় না, এরকম অভিযোগ প্রায় সবারই থাকে। কিন্তু আপনি কি জানেন, একটু পরিকল্পনা থাকলেই স্বল্প বেতন দিয়েও মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন? হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। আর এর জন্য মনে রাখতে হবে একটি সহজ নিয়ম। তা হল ৪০:৩০:২০:১০ অনুপাত।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দেব কীভাবে এই অনুপাত মেনে আপনি আপনার মাসিক বেতন থেকে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন, পাশাপাশি বর্তমানে নিজের প্রয়োজন মেটাতে পারবেন এবং সবকিছুর ব্যালেন্স থাকবে।
৪০:৩০:২০:১০ অনুপাত মানে কী?
আসলে এই নিয়মটি খুব সহজভাবে আপনার মাসিক আয়কে চারটি ভাগে ভাগ করে দেয়। সেগুলি হল-
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
৪০% প্রয়োজনীয় খরচের জন্য- আপনার আয়ের ৪০% আপনি বাড়ি ভাড়া, বাজার খরচ, বিদ্যুতের বিল, মোবাইল রিচার্জ, ওয়াইফাই রিচার্জ, বাচ্চাদের স্কুল ফি, ইত্যাদি মেটাতে পারেন।
৩০% নিজের পছন্দ এবং অন্যদের জন্য- আপনার মোট আয়ের ৩০% টাকা সিনেমা দেখে, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে, পরিবারকে নিয়ে বাইরে গিয়ে খরচ করতে পারেন।
২০% জরুরী তহবিলের জন্য- যেকোনো বিপদে যেমন হঠাৎ অসুস্থতা বা চাকরি চলে যাওয়া বা কোন বড় ধরনের খরচ সামাল দেওয়ার জন্য ২০% টাকা আলাদা করে জমিয়ে রাখা দরকার।
১০% টাকা সঞ্চয় এবং বিনিয়োগের জন্য- ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগ যেমন পোস্ট অফিসের স্কিম, ব্যাংকের এফডি, ঝুঁকিপূর্ণ কিন্তু লাভজনক এসআইপি এর মতো অপশনে বিনিয়োগ করতে পারেন।
একটি উদাহরণ বুঝে নিন..
ধরুন, কারোর মাসিক আয় ৪০ হাজার টাকা। এবার সে ৪০% টাকা অর্থাৎ, ১৬ হাজার টাকা বাড়ি ভাড়া, বিদ্যুতের বিল, বাজারের খরচ ইত্যাদি মেটাতে পারবে। ৩০% টাকা অর্থাৎ ১২ হাজার টাকা নিজের বা পরিবারের খরচের জন্য ব্যবহার করতে পারবে। ২০% টাকা অর্থাৎ ৮ হাজার টাকা জরুরী ফান্ডে জমা রাখতে হবে। এই টাকা ভবিষ্যতে নিরাপত্তা দেবে। ১০% টাকা অর্থাৎ, ৪ হাজার টাকা সঞ্চয় বা বিনিয়োগ করতে হবে। সে পোস্ট অফিসের স্কিম হতে পারে, ব্যাংকের এফডি হতে পারে, কিংবা এসআইপি।
তাই সঞ্চয় মানেই যে শুধু বর্তমানকে কষ্ট দেওয়া, এমনটা নয়। সঠিক পরিকল্পনা করে সঞ্চয় করতে পারলে বর্তমানও ঠিক থাকবে, আবার ভবিষ্যতও থাকবে সুরক্ষিত। তাই আজ থেকেই ৪০:৩০:২০:১০ অনুপাতে মেনে চলুন। দেখবেন ভবিষ্যতে কোনদিন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না।