লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Most Sixes In T20: রোহিতের রেকর্ড ভাঙলেন অভিষেক, T20 ম্যাচে সবথেকে বেশি ছয় হাঁকানোর রেকর্ড আরেক শর্মার | Abhishek Sharma Breaks Rohit Sharma’s Record

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ব্যাটারদের পারফরমেন্স যথেষ্ট প্রশংসনীয়। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটকে পাশে রেখে মূলত এই সংস্করণে বহুবার নিজেদের জাত চিনিয়েছেন জাতীয় দলের ছেলেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও অস্ত্র হাতে দাপট দেখাচ্ছেন তিলক বর্মারা।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

তবে টি-টোয়েন্টিকে পুঁজি করে কোন ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে সবচেয়ে বেশি ছয় রয়েছে সেই খবর হয়তো অনেকেরই অজানা। সেক্ষেত্রে বলে রাখি, টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের দখলে। মূলত পাওয়ার হিটিংয়ের জন্যই বিশেষ পরিচিত ভারতীয় ব্যাটাররা। আজকের প্রতিবেদনে টিম ইন্ডিয়ার অতি পরিচিত 4 ক্রিকেটারের তালিকা দেওয়া হলো যাঁরা টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়ে রেকর্ড গড়েছেন।

সবচেয়ে বেশি ছয় রয়েছে 4 ভারতীয় ব্যাটসম্যানের দখলে

টেস্ট হোক কিংবা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ছেলেদের অনবদ্য পারফরমেন্স যথেষ্ট গর্বের জায়গা তৈরি করে স্বদেশীদের জন্য। সেই সূত্র ধরেই, টি-টোয়েন্টি সংস্করণে ভারতীয় ক্রিকেটারদের এমন অনেক রেকর্ড রয়েছে যা আজও ছোঁয়ার সাহস হয়নি কোনও বিদেশীর।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে যশস্বী নয়, এই তরুণ তুর্কি হবেন ওপেনার | Not Yashasvi Jaiswal Shubman Gill May Start Inning

সেই মতো ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ম্যাচে ভারতের এক ধুরন্ধর ব্যাটারের ছয়ের রেকর্ডে ভাগ বসানো তো দূরঅস্ত তার ধারে কাছে যাওয়ার সুযোগ হয়নি কারোরই। ছক্কা হাঁকানোর রেকর্ডে এগিয়ে রয়েছেন আরও 3 ভারতীয় মুখ। বলা বাহুল্য, মূলত এক ইনিংসে সবচেয়ে বেশি 6 হাঁকিয়ে শীর্ষে রয়েছেন এই 4 ভারতীয় ক্রিকেটার। রইল তালিকা।

অভিষেক শর্মা

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র এক ইনিংসে সর্বাধিক ছয় হাঁকিয়ে এতদিন সবচেয়ে বেশি বাউন্ডারি টপকানো উড়ো বলের দাবিদার ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত বর্ডার গাভাস্কার সিরিজের ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে সর্বাধিক ছয়ের নিরিখে তার ধারে কাছে ছিল না কেউই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতে শর্মার এই রেকর্ডে ভাগ বসিয়েছেন আরেক শর্মা।

READ MORE:  India Vs New Zealand: বাদ দুজন, অধিনায়ক গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলাবে টিম ইন্ডিয়া, দেখুন সম্ভাব্য একাদশ | Team India Possible Playing XI

হ্যাঁ, সোমবার জস বাটলারদের বিরুদ্ধে ব্যাটের ঝোড়ো হওয়া দেখিয়ে মাত্র 54 বলে 135 রানের দুরন্ত ইনিংস খেলেছেন তরুণ তারকা অভিষেক শর্মা। আর সেই ইনিংসেই ভারতীয় তরুণের ব্যাট থেকে এসেছে 13টি ছয়। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অভাবনীয়। আর এই কীর্তির পরই 20 ওভারের ম্যাচে সর্বাধিক ছয় হাঁকানো ভারতীয় ক্রিকেটারদের তালিকায় প্রথম স্থান জায়গা হয়েছে অভিষেকের।

রোহিত শর্মা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 159টি ম্যাচের অংশ হয়ে 205টি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় মহতারকা রোহিত শর্মা। যার দরুণ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ইতিহাসে ছয়ের দৌড়ে তাঁর ধারে কাছে নেই কেউই। তবে আশ্চর্যের বিষয় হল, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছয়ের পাশাপাশি মাত্র এক ইনিংসে 10টি ছক্কা হাঁকিয়ে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক ছয়ের রেকর্ডেও পা গলিয়েছেন তিনি। উল্লেখ্য, 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে10টি ছয় মেরে এই রেকর্ড গড়েছিলেন রোহিত।

READ MORE:  ভারতের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কে? আয় শুনলে চমকে যাবেন

সঞ্জু স্যামসন

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের অন্যতম বিশ্বস্ত ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এখনও পর্যন্ত মোট 39টি টি-টোয়েন্টি খেলে 47টি ছয় হাঁকিয়েছেন। তবে ম্যাচের হিসাব অনুযায়ী ছয়ের সংখ্যাটা খুব একটা আহামরি না হলেও এক ম্যাচে 10টি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে সঞ্জুর ঝুলিতে। বলে রাখা ভাল, গত বছর অর্থাৎ 2024 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এই কীর্তি গড়েছিলেন স্যামসন।

তিলক বর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টি-টোয়েন্টি সিরিজে নিজের ব্যাটের জোরে শত্রু ঘায়েল করেছেন তিলক বর্মা। জস বাটলার বাহিনীর বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁর 72 রানের অনবদ্য ইনিংস দলকে জয়ের রাস্তা দেখিয়েছিল। তবে এই ম্যাচে না হলেও এর আগে গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টির রণক্ষেত্রে এক ইনিংসে 10টি ছক্কা হাঁকিয়ে রোহিত-সঞ্জুদের তালিকায় ঢুকে পড়েন হায়দরাবাদের এই খেলোয়াড়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Leave a Comment