Motorola চুপিচুপি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এই ফোনের নাম Moto G Stylus 5G (2025)। নাম দেখেই বুঝতে পারছেন যে এতে ইন-বিল্ট স্টাইলাস আছে, যা ব্যবহারকারীকে নোটস নেওয়া, ডুডল করা, ছবি এডিট করার মতো নানা কাজ করতে দেয়। Moto G Stylus 5G (2025) ডিভাইসে আছে OLED ডিসপ্লে, 50MP রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ শক্তিশালী প্রসেসর। নয়া ফোনটি মোটো জি স্টাইলাস (2025) এর উত্তরসূরি হিসেবে এসেছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।
Moto G Stylus 5G (2025) এর দাম এবং ভারতে লঞ্চ
মোটো জি স্টাইলাস 5জি (2025) জিব্রাল্টার সি এবং সার্ফ দ্য ওয়েব প্যানটোন কালার অপশনে পাওয়া যাবে। এর সাথে লেদার ফিনিশ আছে। ফোনটির দাম রাখা হয়েছে 399.99 ডলার (প্রায় 34,505 টাকা)।
ভারতীয় বাজারে ফোনটি 17 এপ্রিল লঞ্চ হতে চলেছে। মোটোরোলা ইন্ডিয়ার তরফে এই তথ্য জানানো হয়েছে। ফোনটি ভারতীয় বাজারে Amazon.in এবং motorola.com থেকে পাওয়া যাবে।
Moto G Stylus 5G (2025) এর ফিচার এবং স্পেসিফিকেশন
মোটো জি স্টাইলাস 5জি (2025) ডিভাইসে আছে স্কেচ টু ইমেজ, সার্কেল টু সার্চের মতো AI ফিচার। এতে ধুলো ও জল প্রতিরোধী IP68 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন উপস্থিত। এই ফোনে 6.7 ইঞ্চি 1.5K ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 6 জেন 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, মোটো জি স্টাইলাস 5জি (2025) স্মার্টফোনে 50MP LYTIA 700C প্রাইমারি সেন্সর, 13MP আলট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে 32MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।