লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Moto G Stylus 5G 2025 Launched: 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Moto G Stylus 5G (2025), লেদার ফিনিশ সহ রয়েছে অসাধারণ ফিচার | Moto G Stylus 5G 2025 Price

Published on:

Motorola চুপিচুপি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এই ফোনের নাম Moto G Stylus 5G (2025)। নাম দেখেই বুঝতে পারছেন যে এতে ইন-বিল্ট স্টাইলাস আছে, যা ব্যবহারকারীকে নোটস নেওয়া, ডুডল করা, ছবি এডিট করার মতো নানা কাজ করতে দেয়। Moto G Stylus 5G (2025) ডিভাইসে আছে OLED ডিসপ্লে, 50MP রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ শক্তিশালী প্রসেসর। নয়া ফোনটি মোটো জি স্টাইলাস (2025) এর উত্তরসূরি হিসেবে এসেছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।

READ MORE:  OnePlus 13T হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন, থাকবে দুর্দান্ত টেলিফটো ক্যামেরা

Moto G Stylus 5G (2025) এর দাম এবং ভারতে লঞ্চ

মোটো জি স্টাইলাস 5জি (2025) জিব্রাল্টার সি এবং সার্ফ দ্য ওয়েব প্যানটোন কালার অপশনে পাওয়া যাবে। এর সাথে লেদার ফিনিশ আছে। ফোনটির দাম রাখা হয়েছে 399.99 ডলার (প্রায় 34,505 টাকা)।

ভারতীয় বাজারে ফোনটি 17 এপ্রিল লঞ্চ হতে চলেছে। মোটোরোলা ইন্ডিয়ার তরফে এই তথ্য জানানো হয়েছে। ফোনটি ভারতীয় বাজারে Amazon.in এবং motorola.com থেকে পাওয়া যাবে।

READ MORE:  Xiaomi 14 Civi: ছবি, রিলস বানানোর জন্য সেরা, ডুয়েল সেলফি ক্যামেরার Xiaomi ফোনে বাম্পার ডিসকাউন্ট | Xiaomi 14 Civi Discount Offer

Moto G Stylus 5G (2025) এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটো জি স্টাইলাস 5জি (2025) ডিভাইসে আছে স্কেচ টু ইমেজ, সার্কেল টু সার্চের মতো AI ফিচার। এতে ধুলো ও জল প্রতিরোধী IP68 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন উপস্থিত। এই ফোনে 6.7 ইঞ্চি 1.5K ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট ও 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

READ MORE:  Nothing CMF Phone 2 Camera: CMF Phone 2 লঞ্চের আগে পেল BIS সার্টিফিকেশন থেকে ছাড়পত্র, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা | Nothing CMF Phone 2 Spotted Bis India Launch

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 6 জেন 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, মোটো জি স্টাইলাস 5জি (2025) স্মার্টফোনে 50MP LYTIA 700C প্রাইমারি সেন্সর, 13MP আলট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে 32MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.