লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 50 Fusion এর দাম কমলো, 32MP সেলফি ক্যামেরা | Motorola Edge 50 Fusion Price in India

Published on:

ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে ভারতে লঞ্চের আগে এখন এর পূর্বসূরি Motorola Edge 50 Fusion কম দামে বিক্রি হচ্ছে। তাই আপনি যদি ১৯,০০০ টাকার মধ্যে ভালো ডিসপ্লে, দারুণ ক্যামেরার মিড-র‌্যাঞ্জ স্মার্টফোন কিনতে চান, তাহলে অ্যামাজন থেকে Motorola Edge 50 Fusion বেছে নিতে পারেন। এই ফোনে আছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

Motorola Edge 50 Fusion এর দামে বাম্পার ছাড়

মোটোরোলা এজ ৬০ ফিউশন লঞ্চের আগে এজ ৫০ ফিউশন অ্যামাজনে পুরো ৩০৫০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এরপর ডিভাইসটি ১৯,৯৪৯ টাকায় কেনা যাবে। এর সাথে যদি আপনার কাছে HDFC, SBI বা ফেডারেল ব্যাংকের কার্ড থাকে তাহলে ১,০০০ টাকার ব্যাংক ছাড়ও পাওয়া যাবে। যার ফলে মোট ছাড় ৪০৫০ টাকা হবে।

READ MORE:  iQOO Neo 9 Pro 5G Features: শুরু হল iQOO Quest Days সেল, দুর্দান্ত সেলফি ক্যামেরা ও আল্ট্রা ফাস্ট চার্জিং স্মার্টফোনে বাম্পার ছাড় | iQOO Neo 9 Pro 5G Price Cut

অ্যামাজন ৯৫৫ টাকা ইএমআই দিয়েও মোটোরোলা এজ ৫০ ফিউশন কেনার সুযোগ দিচ্ছে। আবার যদি আপনি আপনার পুরানো ডিভাইসটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে ১৫,২৫০ টাকার পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারেন। অ্যাড-অন হিসেবে, ক্রেতারা ৮৪৯ টাকার অতিরিক্ত মোবাইল ওয়ারেন্টি এবং ১,১০৯ টাকায় স্ক্রীন ড্যামেজ প্রোটেকশনের অপশনও বেছে নিতে পারবেন।

Motorola Edge 50 Fusion এর ফিচার

মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। এটি ৬.৭ ইঞ্চি pOLED এন্ডলেস এজ ডিসপ্লে সহ এসেছে, যা ২৪০০ x ১০৮০ পিক্সেল ফুল HD+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

READ MORE:  Redmi থেকে Motorola, Infinix থেকে Poco, ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন

মোটোরোলা ফোনটি ৫০ মেগাপিক্সেল সনি LYTIA 700C ক্যামেরা সহ এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। পাশাপাশি আলট্রাওয়াইড এবং ম্যাক্রো শটের জন্য ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফির জন্য ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.