Motorola Edge 60 Fusion লঞ্চ হবে এই তারিখে, ফিচার্সের পাশাপাশি ফাঁস হল দাম
Motorola প্রতি বছর তাদের Edge সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। সংস্থাটি সম্প্রতি একটি নতুন Edge Fusion ফোনের লঞ্চ ভারতে টিজ করেছে। এটি Edge 60 Fusion হবে বলে জানা গিয়েছে। আর এখন মটোরোলার নতুন ফোনটির লঞ্চের তারিখের পাশাপাশি, ক্যামেরা, ডিসপ্লে, এবং চিপসেটের তথ্য ফাঁস হয়েছে। একইসাথে দামের ইঙ্গিতও পাওয়া গিয়েছে।
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, মটোরোলা এজ ৬০ ফিউশন ২রা এপ্রিল ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। আর ৯ই এপ্রিল থেকে সেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটির সামনে ৬.৭ ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনে এমএলটি ৮১০ এসটিডি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং আইপি৬৯ রেটেড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস মিলবে।
মটোরোলা এজ ৬০ ফিউশনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট রয়েছে। এটি টিএসএমসি-র ৪ এনএম প্রসেরিং নোডে নির্মিত। এতে ২.৬০ গিগাহার্টজের চারটি কর্টেক্স এ৭৮ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের আরও চারটি কর্টেক্স এ৫৫ কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য মালি জি৬১৫ জিপিইউ বর্তমান। সেলফির জন্য, ফ্রন্টে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Edge 60 Fusion-এর পিছনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৭০০ প্রাইমারি ক্যামেরা ও একটি ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে তিনটি কাটআউটের উপস্থিতি দেখা যাচ্ছে, যা এতে আরও একটি তৃতীয় ক্যামেরা থাকার ইঙ্গিত দেয়। ফোনটি ভারতে ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। এটি নীল, গোলাপী এবং বেগুনি রঙে আসতে পারে।
ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
This website uses cookies.