লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Fusion 5G Specifications: ছবি ফাঁস হল Motorola Edge 60 Fusion 5G ফোনের, পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Motorola Edge 60 Fusion 5G 2 April Launch

Published on:

মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২ টায় কোম্পানি ফোনের দাম এবং সেলের তারিখ নিশ্চিত করবে।

সুমন পাত্র, কলকাতা: মোটোরোলা ভারতীয় বাজারে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে যে তারা ২ এপ্রিল ভারতীয় বাজারে Motorola Edge 60 Fusion এর উপর থেকে পর্দা সরাবে। এটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হবে যা স্টাইলিশ লুক এবং চমৎকার স্পেসিফিকেশন অফার করবে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনের লঞ্চের তারিখের সাথে সাথে ফিচার এবং স্পেসিফিকেশন‌ প্রকাশ করা হয়েছে।

READ MORE:  Flipkart OMG Sale: কয়েক ঘন্টার অফার, ৩৪০০ টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra 5G ফোনের | Vivo T3 Ultra 5G 50M Selfie Camera

Motorola Edge 60 Fusion কবে লঞ্চ হবে

মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২ টায় কোম্পানি ফোনের দাম এবং সেলের তারিখ নিশ্চিত করবে। কোম্পানির ওয়েবসাইট সহ শপিং সাইট ফ্লিপকার্টে এই মোবাইলের জন্য প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে।

Motorola Edge 60 Fusion এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে : মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি ফোনে ১.৫কে পিক্সেল রেজোলিউশনের অল কার্ভড ডিসপ্লে থাকবে। এটি অ্যামোলেড স্ক্রিন হবে যার ব্রাইটনেস ৪৫০০ নিটস। এই ডিসপ্লের সাইজ ৬.৭-ইঞ্চি হবে, যার প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ৭আই লেয়ার থাকবে।

READ MORE:  WhatsApp: গোপনে কে নজর রাখছে আপনার উপর? জানিয়ে দেবে WhatsApp এর এই ফিচার | Whatsapp location tracking feature

পারফরম্যান্স : মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৩ বছর অ্যান্ড্রয়েড ওএস এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

মেমরি : মোটোরোলা এজ ৬০ ফিউশন ভারতে ৮ জিবি র‌্যাম এবং ১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ফোনটি ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Fusion ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এর পিছনের প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ৫০ মেগাপিক্সেল LYT 700C প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোটোরোলা মোবাইলে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই, Jio, Airtel ও Vi গ্রাহকরা বিনামূল্যে পাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ

ব্যাটারি: মোটোরোলার এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, এটি ৯ মিনিটেই ভালো মতো চার্জ হয়ে যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.