লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Fusion Camera: দাম ও ফিচারে ঝড় তোলা Motorola Edge 60 Fusion স্মার্টফোনের সেল শুরু, রয়েছে লোভনীয় অফার | Motorola Edge 60 Fusion Sale

Published on:

মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম সেল। ফিচার এবং দামের দিক থেকে ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে ডিভাইসটি। আজ অর্থাৎ ১৬ এপ্রিল দ্বিতীয়বার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে এই হ্যান্ডসেটটি। মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট motorola.in এবং ই-কমার্স সাইট Flipkart থেকে এটি কেনা যাবে।

Motorola Edge 60 Fusion এর দাম ও অফার

মোটোরোলা এজ ৬০ ফিউশন এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। তবে মোটোরোলার ওয়েবসাইটে Axis Bank ও IDFC First Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

READ MORE:  Oppo F29 Pro 5G Launched: জল লাগলেও নষ্ট হবে না, Oppo F29 5G ও F29 Pro 5G অসাধারণ ক্যামেরা ও ফিচার সহ লঞ্চ হল, দাম কত | Oppo F29 Pro 5G Price in India

এছাড়া EMI অপশন বেছে নিলে Axis Bank এর কার্ডধারীরা ২২৫০ টাকা এবং IDFC First Bank এর কার্ড ব্যবহারকারীরা ২৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। শুধু তাই নয়, পুরনো ফোন এক্সচেঞ্জ করে মোটোরোলা এজ ৬০ ফিউশন কিনলে ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

Motorola Edge 60 Fusion এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৬০ ফিউশন এর সামনে ৬.৭ ইঞ্চি 1.5K pOLED কার্ভড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। ফোনটি IP68 ও IP69 ওয়াটারপ্রুফ রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।

READ MORE:  ঝড় তুলতে আসছে Google Pixel 9a, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ডিসপ্লে, দাম ফাঁস

ক্যামেরার কথা বললে, Motorola Edge 60 Fusion স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট টার্বোচার্জিং সাপোর্ট করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.