Motorola Edge 60 Fusion লঞ্চ হবে এই তারিখে, ফিচার্সের পাশাপাশি ফাঁস হল দাম

Motorola প্রতি বছর তাদের Edge সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। সংস্থাটি সম্প্রতি একটি নতুন Edge Fusion ফোনের লঞ্চ ভারতে টিজ করেছে। এটি Edge 60 Fusion হবে বলে জানা গিয়েছে। আর এখন মটোরোলার নতুন ফোনটির লঞ্চের তারিখের পাশাপাশি, ক্যামেরা, ডিসপ্লে, এবং চিপসেটের তথ্য ফাঁস হয়েছে। একইসাথে দামের ইঙ্গিতও পাওয়া গিয়েছে।

READ MORE:  ফ্লিপকার্ট সেলে জনপ্রিয় Motorola 5G ফোন ২৫০০ টাকা ছাড়ে, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

Motorola Edge 60 Fusion: লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন

টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, মটোরোলা এজ ৬০ ফিউশন ২রা এপ্রিল ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। আর ৯ই এপ্রিল থেকে সেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটির সামনে ৬.৭ ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনে এমএলটি ৮১০ এসটিডি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং আইপি৬৯ রেটেড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস মিলবে।

READ MORE:  Vivo V50 Lite 4G Features: 6500mah ব্যাটারির সঙ্গে 90 ওয়াট চার্জিং, দারুণ ফিচার্সের স্মার্টফোন লঞ্চ করছে Vivo | Vivo V50 Lite 4G Design Leaked

মটোরোলা এজ ৬০ ফিউশনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট রয়েছে। এটি টিএসএমসি-র ৪ এনএম প্রসেরিং নোডে নির্মিত। এতে ২.৬০ গিগাহার্টজের চারটি কর্টেক্স এ৭৮ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের আরও চারটি কর্টেক্স এ৫৫ কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য মালি জি৬১৫ জিপিইউ বর্তমান। সেলফির জন্য, ফ্রন্টে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Edge 60 Fusion-এর পিছনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৭০০ প্রাইমারি ক্যামেরা ও একটি ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে তিনটি কাটআউটের উপস্থিতি দেখা যাচ্ছে, যা এতে আরও একটি তৃতীয় ক্যামেরা থাকার ইঙ্গিত দেয়। ফোনটি ভারতে ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়। এটি নীল, গোলাপী এবং বেগুনি রঙে আসতে পারে।

READ MORE:  শুরু হয়েছে Honor Days Sale, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের ফোন সস্তায় | Honor 200 Pro Lite Price

Scroll to Top