Motorola Edge 60 Pro: দাম ফাঁস হওয়ার এবার ডিজাইন প্রকাশ্যে, ঝড় তুলতে আসছে মটোরোলা এজ ৬০ প্রো | Motorola Edge 60 Pro Launch Date
Motorola Edge 60 সিরিজের আত্মপ্রকাশের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। এই লাইনআপের প্রথম মডেল হিসাবে ভারতে আসছে Edge 60 Fusion। ভারতে এপ্রিলের প্রথমেই লঞ্চ হবে বলে জানিয়েছে মটোরোলা। ফোনটির স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম সম্পর্কিত তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এখন সিরিজের আরও একটি মডেল, Edge 60 Pro এর ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।
ডাচ প্রকাশনা নিউওয়েমোবিয়েল মটোরোলা এজ ৬০ প্রো এর ডিজাইন অনলাইনে ফাঁস করেছে। রেন্ডার অনুসারে, ফোনটির সামনের দিকে একটি কার্ভড ডিসপ্লে থাকবে যার বেজেল পাতলা এবং সেলফি ক্যামেরার জন্য সেন্টারে একটি হোল পাঞ্চ কাটআউট থাকবে। ভলিউম কী এবং পাওয়ার বাটন ডান প্রান্তে রয়েছে। বাম দিকে আরেকটি ফিজিক্যাল বোতাম দেখা যাচ্ছে, যার কার্যকারিতা এই মুহূর্তে স্পষ্ট নয়।
মটোরোলা এজ ৬০ প্রো এর পিছনে বর্গাকার মডিউল রয়েছে, যেখানে ট্রিপল ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ বর্তমান। অন্যান্য এজ সিরিজের ফোনের মতোই পিছনের প্যানেলে লেদার ফিনিশ দেখা যাচ্ছে। সবুজ রঙ ছাড়াও, বেগুনি এবং নীল রঙেও পাওয়া যাবে এটি। টাইপ-সি পোর্ট, স্পিকার ভেন্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট নীচের দিকে থাকছে। আর উপরে ডলবি অ্যাটমস স্পিকার ও একটি সেকেন্ডারি মাইক্রোফোন আছে।
Motorola Edge 60 Pro গিকবেঞ্চ AI-তে প্রকাশিত হয়েছে। সেখান থেকে Android 15 অপারেটিং সিস্টেম, নূন্যতম ১২ জিবি র্যাম, এবং MediaTek Dimensity 8350 প্রসেসর থাকার কথা জানা গিয়েছে। এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি ভারতেও লঞ্চ হতে পারে, কারণ ফোনটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স বা বিআইএস (BIS) সার্টিফিকেশন পেয়েছে। উল্লেখ্য, ইউরোপে এটির দাম ৬৫০ ইউরো থেকে শুরু হবে বলে শোনা যাচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাসেই যেন বৈশাখ জ্যৈষ্ঠ এর আমেজ ভরপুর পাচ্ছে রাজ্যবাসী। অবস্থা এতটাই…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক লহমায় এত বছরের চাকরি খোয়ালো রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। গতকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের গত রবিবারের ম্যাচে (IPL 2025) বহু…
প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক মামলায় মাথা নিচু হচ্ছে রাজ্য সরকারের। যার মধ্যে অন্যতম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার মরসুমের চতুর্থ মহারণে(KKR Vs SRH) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে…
স্মার্টফোনে জল লাগলে তা নষ্ট হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে ওয়ারেন্টি থাকলেও কোনো সুবিধা পাওয়া…
This website uses cookies.