লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Pro Launched: ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার, Motorola Edge 60 ও Edge 60 Pro সাড়া জাগিয়ে লঞ্চ হল

Published on:

Motorola তাদের দুটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 60 এবং Motorola Edge 60 Pro বিশ্ব বাজারে লঞ্চ করল। উভয় ফোনে আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। কোম্পানির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ফোনগুলিকে শীঘ্রই ভারতের বাজারেও আনা হবে। Motorola Edge 60 এবং Edge 60 Pro মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। সাথে এগুলিতে পাওয়া যাবে IP68 এবং IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং।

Motorola Edge 60 ও Edge 60 Pro এর দাম ও প্রাপ্যতা

মোটোরোলা এজ ৬০ এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭৯ পাউন্ড (প্রায় ৪৩,১০০ টাকা)। আর মোটোরোলা এজ ৬০ প্রো এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৫৯৯ পাউন্ড (প্রায় ৬৮,১০০ টাকা)। এই ডিভাইসগুলি ইতিমধ্যেই ইউকে-তে উপলব্ধ এবং খুব শীঘ্রই ইউরোপসহ অন্যান্য গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে।

READ MORE:  টাকা রেডি রাখুন, বাজারে আসছে TVS ও Suzuki-র এই দুই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

Motorola Edge 60 এবং Edge 60 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৬০ এবং মোটোরোলা এজ ৬০ প্রো স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি 1.5K pOLED কোয়াড-কার্ভ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। ডিজাইনের কথা বললে উভয় ফোনই স্লিম এবং প্রিমিয়াম লুক সহ এসেছে। এগুলিতে পাওয়া যাবে MIL-STD-810H সার্টিফিকেশন, অর্থাৎ ডিভাইসগুলি ধাক্কা, জল, ধুলো ও তাপমাত্রা সহ্য করবে।

READ MORE:  Indian Railways: দুরন্ত গতিবেগের ট্রেন, এবার দিল্লি থেকে বিহার পৌঁছাবেন মাত্র ৬০ মিনিটে

মোটোরোলা এজ ৬০ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দেওয়া হয়েছে, আবার এজ ৬০ প্রো আরও শক্তিশালী ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট সহ এসেছে। উভয় ফোন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 সিরিজের উভয় ডিভাইস ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা অফার করবে, যা OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। এর সাথে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল ৩এক্স টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, যা ৫০এক্স সুপার জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এগুলিতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  বড় অফার Honda এর, এবার মাত্র ৭৫০০০ টাকায় বাড়ি নিয়ে যান Honda Shine 125, মাইলেজ দেবে ৭৯ kmpl

পাওয়ার ব্যাকআপের জন্য Edge 60 মডেলে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর Edge 60 Pro মডেলে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.